menu-iconlogo
huatong
huatong
লিরিক্স
রেকর্ডিং
তোমার জন্য ফুল কুড়িয়ে নিলে

সাথে খানিক ভুল কুড়িয়ে নিলে,

কাজল চোখে তাকিয়ে যদি হাসি।

তোমায় ভেবে সন্ধ্যা নামে যদি

চোখের কোলে কান্না জমায় নদী,

সব অভিমান ভুলে ফিরে আসি।

আমায় ছেড়ে কোথায় যাবে তুমি

বলবে কে আর এমন করে, ভালোবাসি।

আমায় দিও একটুখানি ছুঁয়ে

আমায় দিও একটুখানি মন,

এই জনমের জন্ম মৃত্যু জানে

তুমি ছাড়া শূন্য এ জীবন।

আমায় দিও একটুখানি ছুঁয়ে

আমায় দিও একটুখানি মন,

এই জনমের জন্ম মৃত্যু জানে

তুমি ছাড়া শূন্য এ জীবন।

তোমায় ছেড়ে গেলে

এমন আকাশ পাবো আর কোথায়,

তোমার কাছে এসে

সবটুকু ভালোবেসে যাবো কোথায়।

তোমার জন্য তাকিয়ে যদি থাকি

বুকের ভেতর আস্ত আকাশ আঁকি,

দুঃখ ভুলে স্বপ্ন সুখে ভাসি।

আমায় ছেড়ে কোথায় যাবে তুমি

বলবে কে আর এমন করে, ভালোবাসি।

আমায় দিও একটুখানি ছুঁয়ে

আমায় দিও একটুখানি মন,

এই জনমের জন্ম মৃত্যু জানে

তুমি ছাড়া শূন্য এ জীবন।

আমায় দিও একটুখানি ছুঁয়ে

আমায় দিও একটুখানি মন,

এই জনমের জন্ম মৃত্যু জানে

তুমি ছাড়া শূন্য এ জীবন।

এই জনমের জন্ম মৃত্যু জানে

তুমি ছাড়া শূন্য এ জীবন।

Masha islam/Sadat Hossain/Sajid Sarker/Tahsan থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে