তুমি মিথ্যে করেও যদি বলতে
আমাকেই ভালো বাসতে,,,
আমি ততটুকু সান্তনা তে,,,
মনকে পারতাম বোঝাতে
ক্ষমা করে,,,দিলাম তোমায়
ক্ষমা কোরো,,,তুমিও আমায়
তুমি মিথ্যে করেও যদি বলতে
আমাকেই ভালো বাসতে,,,
কি ভিষণ আঁধারে
হেটে গেছি চলে
ঘুমহীন থেকেছি
নিজেকে জেলে
কি ভিষণ আঁধারে
হেটে গেছি চলে
ঘুমহীন থেকেছি
নিজেকে জেলে
আর কোনো চাওয়া নেই
আর কোনো পাওয়া নেই
আর কোনো চাওয়া নেই
না পাওয়ার ব্যথাতে
তুমি মিথ্যে করেও যদি বলতে
আমাকেই ভালো বাসতে,,,
শূন্য এ বুকে কি বিশাল ক্ষত
দেখতে তুমি সব তোমারই মত
শূন্য এ বুকে কি বিশাল ক্ষত
দেখতে তুমি সব তোমারই মত
আর কোনো আশা নেই
আর ভাষা নেই
আর কোনো আশা নেই
নিরাশার এ পথে,,,
তুমি মিথ্যে করেও যদি বলতে
আমাকেই ভালো বাসতে,,,
আমি ততটুকু সান্তনা তে,,,
মনকে পারতাম বোঝাতে
ক্ষমা করে,,,দিলাম তোমায়
ক্ষমা কোরো,,,তুমিও আমায়
তুমি মিথ্যে করেও যদি বলতে
আমাকেই ভালো বাসতে,,,
আমি ততটুকু সান্তনা তে,,,
মনকে পারতাম বোঝাতে