menu-iconlogo
huatong
huatong
avatar

সে ছিল তখন উনিশ - নচিকেতা || Pacemaker by Nachiketa

MD.Anisulhuatong
লিরিক্স
রেকর্ডিং
প্তসুর সংগীত একাডেমি

আপলোড করেছেন মোঃ আনিসুল হক

সে ছিল তখন ঊনিশ আমি তখন ছত্রিশ

প্রেমে পড়তে লাগেনা বয়স মনে থাকেনা ঊনিশ বিশ

সে ছিল তখন ঊনিশ আমি তখন ছত্রিশ

প্রেমে পড়তে লাগেনা বয়স মনে থাকেনা ঊনিশ বিশ

মন মন মন মনতো চাইলো

বিবাহিত আমি তাতে কি হলো

মন মন মন মনতো চাইলো

বিবাহিত আমি তাতে কি হলো

অনুভূতিরা কি বাধ্যতামূলক একই থাকে অহর্ণিশ৷

সে ছিল তখন ঊনিশ আমি তখন ছত্রিশ

প্রেমে পড়তে লাগেনা বয়স মনে থাকেনা ঊনিশ বিশ

পামপাম পামপা পাম পাম ,পামপাম পামপা পাম পাম।

পামপাম পামপা পাম পাম ,পামপাম পামপা পাম পাম।

সে ছিল তখন ফাস্ট ইয়ার আমি এক ছেলের বাবা

ভালবাসার দেবতা তখন বসিয়েছিলো থাবা

স্ত্রী আমার ছিলো অনুপমা কখনো কখনো মা

মন আমার ছিলো অনুগত কখনো ছাড়াতে চায় সীমা

টিভি দেখতে লাগতো ভালো মাধুরীকেও লাগতো বেশ

সপ্নে বৌ মাধুরী মিলেমিশে হয়েযেতো একশেষ

সব পুরুষই যেমন হয় আমিও আলাদা নয়

সব পুরুষই যেমন হয় আমিও আলাদা নয় এডভেঞ্চারিস্ট৷

পামপাম পামপা পাম পাম ,পামপাম পামপা পাম পাম।

পামপাম পামপা পাম পাম ,পামপাম পামপা পাম পাম।

সে আমার বুকে রাখতো মাথা হয়তো খুঁজতো আশ্রয়

এ যুগের সব মেয়েরাই ভোগে আশ্রয়হীনতায়

আমি তার প্রেমিক না বাবা না কাকা না অন্যকিছু

বুঝতে নাবুঝতেই কখন সময় ছাড়াতো পিছু

বাড়ি ফিরে একগাদা অপরাধের বোজা নিয়ে

নিজেকে ঢেকে রাখতাম সবার দুচোখ এড়িয়ে

ছেলে যখন ডাকতো বাবা চোখে এসে যেতো জল

আমি তখন অদ্ভুত দ্বিভাজনের কেন্দ্রস্থল সালা স্যাডিস্ট৷

পামপাম পামপা পাম পাম ,পামপাম পামপা পাম পাম।

পামপাম পামপা পাম পাম ,পামপাম পামপা পাম পাম।

ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সে ছিল একটু পাগল বোধহয়

অদ্ভুত অদ্ভুত আবদার আমার লাগতো যে ভয়

আমার একঘেয়ে কেরানী জীবন হয়ে উঠেছিল রঙিন

এতো দায়ভার সত্ত্বেও ক্লান্ত হইনিতো কোনোদিন

সবকিছুই শেষ হয় যেমন এটাও শেষ হল

অপরাধের বোজা নিয়ে সংসার বেছে নিতো হল

অপরাধের বোজা নিয়ে সংসার বেছে নিতো হল ,হ্যাঁ রিয়ালিস্ট৷

পামপাম পামপা পাম পাম ,পামপাম পামপা পাম পাম।

পামপাম পামপা পাম পাম ,পামপাম পামপা পাম পাম।

তখন আমার অনেক বয়স হাসপাতালে বাইপাস

অপারেশন গ্যাছে হয়ে এখন শুধু দীর্ঘশ্বাস

ডাক্তার এসে দাঁড়ালো চিনলাম তার হাঁসি দেখে

লজ্জায় মুখ সরালাম তাই বললো সে আমায় ডেকে

পেসমেকার ভেবোনা যেটা রেখেছি তোমার বুকে

ভেবো আমার মাথা যেনো আজও আছি মাথা রেখে

ধীরে ধীরে পথ চলি আজ ছেলের হাতধরে

বুকে কতো স্মৃতি হয়ে বাজে টিক টিক করে৷৷

বুকে কতো স্মৃতি হয়ে বাজে টিক টিক করে৷৷

বুকে কতো স্মৃতি হয়ে বাজে টিক টিক করে৷৷

MD.Anisul থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে