menu-iconlogo
huatong
huatong
avatar

Chelebela (Remastered)

Meghdolhuatong
লিরিক্স
রেকর্ডিং
এই জল কত?

কোন বাক্সে কী বিস্কুট?

মারকুটে চেহারার বিষ্ণু বলে দে ছুট

ফ্লাস্কে জল কত?

কোন বাক্সে কী বিস্কুট?

মারকুটে চেহারার বিষ্ণু বলে দে ছুট

স্কুলের গরাদ

পেরুলে মার্বেল মাঠ

আজ ঠেকাচ্ছে কে বলো

আমরা চারে চারে আট

স্কুলের গরাদ

পেরুলে মার্বেল মাঠ

আজ ঠেকাচ্ছে কে বলো

আমরা চারে চারে আট

মুরুব্বির ফেলে দেয়া বিড়ির টুকরো

বারুদ রাঙতায় আমাদের নতুন আকাশ

মুরুব্বির ফেলে দেয়া বিড়ির টুকরো

বারুদ রাঙতায় আমাদের নতুন আকাশ

বইয়ের rack-এর ফাঁকে

ধার দেওয়া লাল সুতো

খুব দূরে উড়ে যেতো

আমাদের খুশি কত কত

অচেনা মেঘের ছাদে

কে যেন জল আজও লিখে পাঠায়

যদিও বদলায়নি আকাশ

ধূলো ঘন ঘন রঙ বদলায়

পুরোনো গানটা দূর সুরে আজও ভিজে যায়

ছোট্ট gramophone বনেদী আসবাব নিশ্চুপ জলসায়

Pastel-এ আঁকা ঘরবাড়ি

কাঠ কয়লায় বর্ণমালা

ধানক্ষেতে বই ছুঁড়ে ফেলি

শেষ হয়ে যায় অঙ্ক কষা

হাওয়ায়...

হাওয়ায়...

পলকের এক ছেলেবেলা

পলকের এক ছেলেবেলা

পলকের এক ছেলেবেলা

Meghdol থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে