menu-iconlogo
huatong
huatong
mehrab-gaaner-pala-cover-image

Gaaner Pala

Mehrabhuatong
লিরিক্স
রেকর্ডিং
ঝাকড়া চুলে মাথা দোলে

মাথার ওপর দুহাত দোলে

তাল বেতালে তালি পড়ে,

উথাল পাতাল নৃত্য করে লক্ষ জনতা!

লেগেছে রঙের খেলা

জমেছে প্রানের মেলা

বসেছে গানের পালা

ও ওওও ওও ওওও

ও মেয়ে তুই ভাবিসনে আর

থাকনা বুকে ব্যাথার পাহাড়

রঙের খেলায় মাতবি এবার!

ও মেয়ে তুই ভাবিসনে আর

থাকনা বুকে ব্যাথার পাহাড়

রঙের খেলায় মাতবি এবার!

মন ভিজিয়ে রঙে রঙে মন রাঙিয়ে যা

সুর বেসুরে তাল বেতালে যেমন খুশি গা!

লেগেছে রঙের খেলা

জমেছে প্রানের মেলা

বসেছে গানের পালা

ও ওওও ওও ওওও

লেগেছে রঙের খেলা

জমেছে প্রানের মেলা

বসেছে গানের পালা

ও ওওও ওও ওওও

ও ছেলে তোর মনটা কালা,

মনটা জুড়ে কিসের জ্বালা

খেলবি এবার পাগলা খেলা!

ও ছেলে তোর মনটা কালা,

মনটা জুড়ে কিসের জ্বালা

খেলবি এবার পাগলা খেলা!

সামাল সামাল গরম হাওয়া, উঠুক তুফান ঝড়

ফুর্তি ফুর্তি হল্লা হল্লা যা খুশি তুই কর!

লেগেছে রঙের খেলা

জমেছে প্রানের মেলা

বসেছে গানের পালা

ও ওওও ওও ওওও

ঝাকড়া চুলে মাথা দোলে

মাথার ওপর দুহাত দোলে

তাল বেতালে তালি পড়ে,

উথাল পাতাল নৃত্য করে লক্ষ জনতা!

লেগেছে রঙের খেলা

জমেছে প্রানের মেলা

বসেছে গানের পালা

ও ওওও ওও ওওও

লেগেছে রঙের খেলা

জমেছে প্রানের মেলা

বসেছে গানের পালা

ও ওওও ওও ওওও

লেগেছে রঙের খেলা

জমেছে প্রানের মেলা

ওও ও ও ওওও

বসেছে গানের পালা

ও ওওও ওও ওওও

Mehrab থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে