menu-iconlogo
huatong
huatong
avatar

**এই চোখ বলে এই মন বলে। ei cokh bole mon bole

melody music worldhuatong
༆⑅⃝🦅𓅂𝐊𝐎𝐊𝐈𝐋𓅂༆⑅⃝🦅huatong
লিরিক্স
রেকর্ডিং
ও......ও......

মেয়েঃ এই চোঁখ বলে,

এই মন বলে,

এই চোঁখ বলে মন বলে,

তুমি সেই তুমি

সারাটা জীবন যাকে, চেয়েছি আমি...

তুমি সেই তুমি।

এই চোঁখ বলে মন বলে,

তুমি সেই তুমি

সারাটা জীবন যাকে, চেয়েছি আমি...

তুমি সেই তুমি...

তুমি সেই তুমি...।

ও ছোট্ট থেকে হৃদয় আমার যে ছবি আঁকে

তোমার মাঝে আজকে আমি পেয়েছি তাকে।

ও ছোট্ট থেকে হৃদয় আমার যে ছবি আঁকে

তোমার মাঝে আজকে আমি পেয়েছি তাকে

মন ফুলে ফুলে ভরে

সুখের বৃষ্টি ঝরে

মন ফুলে ফুলে ভরে

সুখের বৃষ্টি ঝরে

ও মনে আমার মন জোঁসনা

তুমি, তুমি, তুমি...

তুমি সেই তুমি

এই চোঁখ বলে মন বলে,

তুমি সেই তুমি

সারাটা জীবন যাকে, চেয়েছি আমি...

তুমি সেই তুমি...।

ও পাহাড় নদী ঝর্না ধারা সবুজ বনান্তে

ভালোবেসে চাইযে পেতে তোমায় একান্তে...।

ও পাহাড় নদী ঝর্না ধারা সবুজ বনান্তে

ভালোবেসে চাইযে পেতে তোমায় একান্তে

তুমি কাছে কাছে থেকো...

নামটি ধরে রেখো

তুমি কাছে কাছে থেকো...

নামটি ধরে রেখো

ও চোঁখের তাঁরায় স্বপ্ন আমার

তুমি, তুমি, তুমি.....

তুমি সেই তুমি

এই চোঁখ বলে,

এই মন বলে,

এই চোঁখ বলে, মন বলে

তুমি সেই তুমি

সারাটা জীবন যাকে, চেয়েছি আমি...

তুমি সেই তুমি...

তুমি সেই তুমি,

এই চোঁখ বলে,

এই মন বলে,

এই চোঁখ বলে,

এই মন বলে...

তুমি সেই তুমি...

melody music world থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে