menu-iconlogo
huatong
huatong
avatar

পাহাড়ি মেয়ে

Mileshuatong
Hamid___🆆🅴huatong
লিরিক্স
রেকর্ডিং
পাথুরে নদী জলে পাহাড়ি মেয়ে নামে

ভেজা তার তনু-মন ধরা দেয় না

কি স্বপন এঁকে দিলো, বলা যায় না

পাথুরে নদী জলে পাহাড়ি মেয়ে নামে

ভেজা তার তনু-মন ধরা দেয় না

কি স্বপন এঁকে দিলো, বলা যায় না

সাজানো চোখের মাঝে, সবুজ বনানী তাতে

ছায়া ফেলে এই জল ঝর্না

অধীর ঢেউয়ের দোলা দিয়ে যায় আনমনা

থেকে থেকে শুধু যন্ত্রণা

পাথুরে নদী জলে পাহাড়ি মেয়ে নামে

ভেজা তার তনু-মন ধরা দেয় না

কি স্বপন এঁকে দিলো, বলা যায় না

পাথুরে নদী জলে পাহাড়ি মেয়ে নামে

ভেজা তার তনু-মন ধরা দেয় না

কি স্বপন এঁকে দিলো, বলা যায় না

Hamid_WE

বাতাস আকুল হলে জলে ছন্দ নিয়ে

পাহাড়ি মেয়ে সে তো চেয়ে দেখে না

পাখি ডাকে অচেনা, বয়ে যায় ভাবনা

স্বজন বুঝি তার ফিরে এলো না

বাতাস আকুল হলে জলে ছন্দ নিয়ে

পাহাড়ি মেয়ে সে তো চেয়ে দেখে না

পাখি ডাকে অচেনা, বয়ে যায় ভাবনা

স্বজন বুঝি তার ফিরে এলো না

পাথুরে নদী জলে পাহাড়ি মেয়ে নামে

ভেজা তার তনু-মন ধরা দেয় না

কি স্বপন এঁকে দিলো, বলা যায় না

পাথুরে নদী জলে পাহাড়ি মেয়ে নামে

ভেজা তার তনু-মন ধরা দেয় না

কি স্বপন এঁকে দিলো, বলা যায় না

পাথুরে নদী জলে পাহাড়ি মেয়ে নামে

ভেজা তার তনু-মন ধরা দেয় না

কি স্বপন এঁকে দিলো, বলা যায় না

পাথুরে নদী জলে পাহাড়ি মেয়ে নামে

ভেজা তার তনু-মন ধরা দেয় না

কি স্বপন এঁকে দিলো, বলা যায় না

পাথুরে নদী জলে পাহাড়ি মেয়ে নামে

ভেজা তার তনু-মন ধরা দেয় না

কি স্বপন এঁকে দিলো, বলা যায় না

Miles থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে