menu-iconlogo
huatong
huatong
miles-dhiki-dhiki-cover-image

Dhiki Dhiki

Mileshuatong
লিরিক্স
রেকর্ডিং
ধিকি ধিকি আগুন জ্বলে

দুঃখের নদী বইয়া চলে

ধিকি ধিকি আগুন জ্বলে

দুঃখের নদী বইয়া চলে

ও ও ও…

ও ও ও…

ও ও ও…

ও ও ও…

ধিকি ধিকি আগুন জ্বলে

দুঃখের নদী বইয়া চলে

ও ও ও…

ও ও ও…

ও ও ও…

ও ও ও…

ভালোবাসি এতো তোরে আগে বুঝি নাই

এখন তোরে কোথায় পাই

উথাল পাথাল বুকের মাঝে

কইরাছি কি ভুল

তাইতো এ মনটা ব্যাকুল।।

ভালোবাসি এতো তোরে আগে বুঝি নাই

এখন তোরে কোথায় পাই

উথাল পাথাল বুকের মাঝে

কইরাছি কি ভুল

তাইতো এ মনটা ব্যাকুল।।

ধিকি ধিকি আগুন জ্বলে

দুঃখের নদী বইয়া চলে

ও ও ও…

ও ও ও…

ও ও ও…

ও ও ও…

তোরে ছাড়া এ জীবন আপন কেহ নাই

এই কথা কেমনে বুঝাই

কোথায় গেলি ফাঁকি দিয়া বইলা গেলিনা

তাই মনে সুখ পাইলামনা।।

তোরে ছাড়া এ জীবন আপন কেহ নাই

এই কথা কেমনে বুঝাই

কোথায় গেলি ফাঁকি দিয়া বইলা গেলিনা

তাই মনে সুখ পাইলামনা।।

িকি ধিকি আগুন জ্বলে

দুঃখের নদী বইয়া চলে

ধিকি ধিকি আগুন জ্বলে

দুঃখের নদী বইয়া চলে

ও ও ও…

ও ও ও…

ও ও ও…

ও ও ও…

ধিকি ধিকি আগুন জ্বলে

দুঃখের নদী বইয়া চলে

ও ও ও…

ও ও ও…

ও ও ও…

ও ও ও…

Miles থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে