menu-iconlogo
huatong
huatong
avatar

Nissho Korecho Amay

Mileshuatong
লিরিক্স
রেকর্ডিং
নিঃস্ব, করেছো আমায়

কি নিঠুর ছলোনায়,

তুমিহীনা, এ হৃদয়,আমার

একাকী,অসোহায়,

নিঃস্ব, করেছো আমায়,

কি নিঠুর ছলোনায়,

তুমিহীনা, এ হৃদয়,আমার

একাকী,অসোহায়,

পেয়ে হারানোর বেদনায়

পুড়ে চলেছি,সারাক্ষণ

কেন তুমি মিছে মায়ায়

বেঁধেছিলে,আমায় তখন...

ফিরিয়ে দাও,

আমারি প্রেম তুমি ফিরিয়ে দাও..

ফিরিয়ে দাও হারানো দিনগুলি

এ ভাবে চলে যেও না...

আমার হৃদয় জুড়ে, শুধু তুমি ছিলে

যত সুখ ছিলো মনে, কেন মুছে দিলে

পেয়ে হারানোর বেদনায়

পুড়ে চলেছি,সারাক্ষণ,

কেন তুমি মিছে মায়ায়,

বেঁধেছিলে,আমায় তখন...

ফিরিয়ে দাও,

আমারি প্রেম তুমি ফিরিয়ে দাও....

ফিরিয়ে দাও হারানো দিনগুলো

এ ভাবে চলে যেও না....

ধন্যবাদ

Miles থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে