menu-iconlogo
huatong
huatong
avatar

তুমি চাইলে বৃষ্টি

Minar Rahmanhuatong
লিরিক্স
রেকর্ডিং
তুমি চাইলে বৃষ্টি

তুমি চাইলে বৃষ্টি মেঘও ছিল রাজী

অপেক্ষা সুদূর বর্ষনের...

মাতাল হাওয়া বইছে দূরে পাখি গাইছে গান

বৃষ্টি তোমার আহবান

তুমি চাইলে বৃষ্টি মেঘও ছিল রাজী

অপেক্ষা সুদূর বর্ষনের...

মাতাল হাওয়া বইছে দূরে পাখি গাইছে গান

বৃষ্টি তোমার আহবান...

সাদা রঙের স্বপ্ন গুলো দিল নাকো ছুটি

তাইতো আমি বসে একা

ঘাসফুলেদের সাথে

আমি একাই কথা বলি

ঘাসফুল গুলো সব ছন্নছাড়া

সাদা রঙের স্বপ্ন গুলো দিল নাকো ছুটি

তাইতো আমি বসে একা

ঘাসফুলেদের সাথে আমি একাই কথা বলি

ঘাসফুল গুলো সব ছন্নছাড়া

ছন্নছাড়া...ছন্নছাড়া....ছন্নছাড়া...

ছন্নছাড়া...ছন্নছাড়া...

লালা লালালা লা...লা

লা লা লাল লালা লা ...

তু তু রু তৃতু

লালা লালালা লা...লা

লা লা লাল লালা লা ...

তু তু রু তৃতু

তুমি চাইলে জোছনা স্বপ্নীল কোনো এক রাতে

আকাশটা ঘিরে প্রার্থনা

চাঁদটা বলবে হেসে জোছনা এলে শেষে

জানিও তোমার অভ্যর্থনা..

তুমি চাইলে জোছনা স্বপ্নীল কোনো এক রাতে

আকাশটা ঘিরে প্রার্থনা

চাঁদটা বলবে হেসে জোছনা এলে শেষে

জানিও তোমার অভ্যর্থনা

সাদা রঙের স্বপ্ন গুলো দিল নাকো ছুটি

তাইতো আমি বসে একা

ঘাসফুলেদের সাথে আমি একাই কথা বলি

ঘাসফুল গুলো সব ছন্নছাড়া

সাদা রঙের স্বপ্ন গুলো দিল নাকো ছুটি

তাইতো আমি বসে একা

ঘাসফুলেদের সাথে আমি একাই কথা বলি

ঘাসফুল গুলো সব ছন্নছাড়া

ছন্নছাড়া...ছন্নছাড়া....ছন্নছাড়া...

ছন্নছাড়া...ছন্নছাড়া...

লালা লালালা লা...লা

লা লা লাল লালা লা ...

তু তু রু তৃতু

লালা লালালা লা...লা

লা লা লাল লালা লা ...

তু তু রু তৃতু

Minar Rahman থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে

Minar Rahman-এর তুমি চাইলে বৃষ্টি - লিরিক্স এবং কভার