menu-iconlogo
huatong
huatong
লিরিক্স
রেকর্ডিং
Gold print-এর শাড়ি পরে গড়িয়াহাটের মোড়ে

আসতে পারি ঠিক সন্ধ্যে ছ′টায়

এলাম যে কথা নিতে পুজোর অষ্টমীতে

ঠিক বলো না আসছো তুমি ক'টায়

Gold print-এর শাড়ি পরে গড়িয়াহাটের মোড়ে

আসতে পারি ঠিক সন্ধ্যে ছ′টায়

এলাম যে কথা নিতে পুজোর অষ্টমীতে

ঠিক বলো না আসছো তুমি ক'টায়

সত্যি করে বলো না, করো না আমায় ছলনা

সত্যি করে বলো না, করো না আমায় ছলনা

Gold print-এর শাড়ি পরে গড়িয়াহাটের মোড়ে

আসতে পারি ঠিক সন্ধ্যে ছ'টায়

এলাম যে কথা নিতে পুজোর অষ্টমীতে

ঠিক বলো না আসছো তুমি ক′টায়

মিথ্যে কথা সাজিয়ে মাকে অনেক অনেক বলতে হবে

খুশির ডানা মেলে তোমায় পেতে গেলে আনন্দ আর এ উৎসবে

মিথ্যে কথা সাজিয়ে মাকে অনেক অনেক বলতে হবে

খুশির ডানা মেলে তোমায় পেতে গেলে আনন্দ আর এ উৎসবে

সব বাধা ছাড়িয়ে যাবো দুজনে হারিয়ে

সব বাধা ছাড়িয়ে যাবো দুজনে হারিয়ে

Gold print-এর শাড়ি পরে গড়িয়াহাটের মোড়ে

আসতে পারি ঠিক সন্ধ্যে ছ′টায়

এলাম যে কথা নিতে পুজোর অষ্টমীতে

ঠিক বলো না আসছো তুমি ক'টায়

বেশি তো নয়, ঘন্টা তিনেক রইবো আমি তোমার সাথে

মনের কথা বলে একসাথে পথে চলে আলোঝরা সন্ধ্যা রাতে

বেশি তো নয়, ঘন্টা তিনেক রইবো আমি তোমার সাথে

মনের কথা বলে একসাথে পথে চলে আলোঝরা সন্ধ্যা রাতে

সব বাধা ছাড়িয়ে যাবো দুজনে হারিয়ে

সব বাধা ছাড়িয়ে যাবো দুজনে হারিয়ে

Gold print-এর শাড়ি পরে গড়িয়াহাটের মোড়ে

আসতে পারি ঠিক সন্ধ্যে ছ′টায়

এলাম যে কথা নিতে পুজোর অষ্টমীতে

ঠিক বলো না আসছো তুমি ক'টায়

Gold print-এর শাড়ি পরে গড়িয়াহাটের মোড়ে

আসতে পারি ঠিক সন্ধ্যে ছ′টায়

এলাম যে কথা নিতে পুজোর অষ্টমীতে

ঠিক বলো না আসছো তুমি ক'টায়

Mita Chatterjee থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে