menu-iconlogo
huatong
huatong
avatar

Ami Tomar Preme Habo Sabar - Mita Huq

Mita Huqhuatong
লিরিক্স
রেকর্ডিং
আমি তোমার প্রেমে হব সবার কলঙ্কভাগী

আমি সকল দাগে হব দাগি

কলঙ্কভাগী

আমি তোমার প্রেমে হব সবার কলঙ্কভাগী

আমি সকল দাগে হব দাগি

কলঙ্কভাগী

তোমার প্রেমে হব সবার কলঙ্কভাগী

তোমার পথের কাঁটা করব চয়ন

সেথায় তোমার ধুলায় শয়ন

পথের কাঁটা করব চয়ন

সেথায় তোমার ধুলায় শয়ন

সেথায় আঁচল পাতব আমার

তোমার রাগে অনুরাগী

কলঙ্কভাগী

আমি শুচি-আসন টেনে টেনে

বেড়াব না বিধান মেনে

শুচি-আসন টেনে টেনে

বেড়াব না বিধান মেনে

যে পঙ্কে ওই চরণ পড়ে

তাহারি ছাপ বক্ষে মাগি

কলঙ্কভাগী

আমি তোমার প্রেমে হব সবার কলঙ্কভাগী

আমি সকল দাগে হব দাগি

কলঙ্কভাগী

তোমার প্রেমে হব সবার কলঙ্কভাগী

Mita Huq থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে

Mita Huq-এর Ami Tomar Preme Habo Sabar - Mita Huq - লিরিক্স এবং কভার