আর কেউ বলেনি
তুমিও বলোনি
আর কেউ বলেনি,তুমিও বলোনি
বলেছে তোমার দুটি চোখ
এখন তোমার কাছে
আমি যে অনেক দুরের লোক
ও এখন তোমার কাছে
আমি যে অনেক দুরের লোক
আমার প্রয়োজন গেছে ফুরিয়ে
চোখ দিয়ে সে কথা দিলে বুঝিয়ে
আমার প্রয়োজন গেছে ফুরিয়ে
চোখ দিয়ে সে কথা দিলে বুঝিয়ে
আমাকে ভুলে যদি তুমি সুখী হও
তবে তাই হোক,তবে তাই হোক
আর কেউ বলেনি,তুমিও বলোনি
বলেছে তোমার দুটি চোখ
এখন তোমার কাছে
আমি যে অনেক দুরের লোক
ও এখন তোমার কাছে
আমি যে অনেক দুরের লোক
শুধুই ব্যাবধান গেছো বাড়িয়ে
সেই থেকে এভাবেই গেছি হারিয়ে
শুধুই ব্যাবধান গেছো বাড়িয়ে
সেই থেকে এভাবেই গেছি হারিয়ে
আমাকে ভালবেসে তুমি সুখী নও
তবে তাই হোক.তবে তাই হোক
আর কেউ বলেনি
তুমিও বলোনি
আর কেউ বলেনি,তুমিও বলোনি
বলেছে তোমার দুটি চোখ
এখন তোমার কাছে
আমি যে অনেক দুরের লোক
ও এখন তোমার কাছে
আমি যে অনেক দুরের লোক