menu-iconlogo
huatong
huatong
লিরিক্স
রেকর্ডিং
শহরের উষ্ণতম দিনে

পিচগলা রোদ্দুরে

বৃষ্টির বিশ্বাস

তোমায় দিলাম আজ

আর কি বা দিতে পারি

পুরনো মিছিলে পুরনো ট্রামেদের

সারি

ফুটপাথ ঘেঁষা বেলুন গাড়ি

সুতো বাঁধা যত লাল আর সাদা

ওরাই আমার থতমত এই শহরে

রডোডেনড্রন

তোমায় দিলাম আজ (2)

কি আছে আর

গভীর রাতের নিয়ন আলোয়

আলোকিত যত রেস্তোঁরা

সব থেকে উঁচু ফ্ল্যাটবাড়িটার

সব থেকে উঁচু ছাত

তোমায় দিলাম আজ

পারবোনা দিতে

ঘাস ফুল আর ধানের গন্ধ

স্নিগ্ধ যা কিছু দুহাত ভরে

আজ ফুসফুস খোঁজে পোড়া ডিজেলের

আজন্ম আশ্বাস

তোমায় দিলাম আজ

শহরের কবিতার ছবি

সবই তোমায় দিলাম আজ

আর কি বা দিতে পারি

পুরনো মিছিলে পুরনো ট্রামেদের

সারি

ফুটপাথ ঘেঁষা বেলুন গাড়ি

সুতো বাঁধা যত লাল আর সাদা

ওরাই আমার থতমত এই শহরে

রডোডেনড্রন

তোমায় দিলাম

তোমায় দিলাম

তোমায় দিলাম

Moheener Ghoraguli থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে