Upload and Lyrics-MOHON
====================
Happy Birthday to ....
================
(1) ও আমার বন্ধুগো,
কি দিবো বলো আর,
জন্মদিনে, তোমায় দিলাম
এ গান উপহার।
(2) ও আমার বন্ধুগো,
কি দিবো বলো আর,
জন্মদিনে, তোমায় দিলাম
এ গান উপহার।
====Boss Family==
**কথামালাঃ সুন্দর এই ভুবনে,
সুন্দর হোক আপনার জীবন,
পুরন হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা,
বেঁচে থাকো হাজার বছর ।
শুভ জন্মদিন
======MOHON========
(1) খুশিতে মন তা ধিন ধিন
আজ যে তোমার জন্মদিন!
সুখ যেন না হয় বিলীন,
দুঃখ না আসে কোনদিন।।
==================
(2) খুশিতে মন তা ধিন ধিন
আজ যে তোমার জন্মদিন!
সুখ যেন না হয় বিলীন,
দুঃখ না আসে কোনদিন।
(1) বড় হও জীবনে.....
দোয়া করি বারেবার।
ও আমার বন্ধু গো,
কি দিবো বলো আর,
জন্মদিনে, তোমায় দিলাম
এ গান উপহার।
=================
**জন্মদিনের উষ্ণ অভিনন্দন জানাই
আমাদের পক্ষ হতে
সবচেয়ে সুন্দর মানুষটিকে,
আপনার একটা হাসিতে
আলোকিত হোক চারিদিক, অনেক
ভালোবাসা রইলো আপনার জন্য ।
শুভ জন্মদিন....
==================
(2) গাইবে সবাই তোমার জয়গান
রাখবে মনে চিরদিন,
জীবন হোক ছন্দময়
স্বপ্নগুলো রঙিন ।।
===================
(1)গাইবে সবাই তোমার জয়গান
রাখবে মনে চিরদিন,
জীবন হোক ছন্দময়
স্বপ্নগুলো রঙিন,
(2) দূরে যেও না...
আসুক যতো ঝড়।
ও আমার বন্ধুগো,
কি দিবো বলো আর,
জন্মদিনে, তোমায় দিলাম
এ গান উপহার।
(1)ও আমার বন্ধুগো,
কি দিবো বলো আর,
জন্মদিনে, তোমায় দিলাম
এ গান উপহার।
Upload and Lyrics-MOHON