menu-iconlogo
logo

তোমায় দেখতে দেখতে আমি

logo
avatar
Mohonlogo
★𝑴𝑶𝑯𝑶𝑵ܔ🌎𝑾.𝑶𝒇.𝑴🎸logo
অ্যাপে গান গাও
লিরিক্স
1) তোমায় দেখতে দেখতে আমি

যেন অন্ধ হয়ে যাই

দুনিয়াতে তুমি ছাড়া

কিছু দেখার তো আর নাই

2) তোমায় দেখতে দেখতে আমি

যেন অন্ধ হয়ে যাই

দুনিয়াতে তুমি ছাড়া

কিছু দেখার তো আর নাই

1) তোমার ভালবাসা ছাড়া

কোন কিছু এমন চায়না

2) আমার হৃদয় একটা আয়না

এই আয়নায় তোমার মূখটি ছাড়া

কিছুই দেখা যায়না।।

1) আমার হৃদয় একটা আয়না

এই আয়নায় তোমার মূখটি ছাড়া

কিছুই দেখা যায়না।।

*আপলোড: মোহন

ওয়াল্ড অফ মিউজিক ফ্যামিলি

1) তোমায় বলতে বলতে আমি

যেন বোবা হয়ে যাই।

দুনিয়াতে কারো কাছে

কিছু বলার তো আর নাই

wait..........

2) তোমায় বলতে বলতে আমি

যেন বোবা হয়ে যাই।

দুনিয়াতে কারো কাছে

কিছু বলার তো আর নাই

1) দুটি আঁখি তুমি ছাড়া

যেন দেখতে কিছু পায়না

2) আমার হৃদয় একটা আয়না

এই আয়নায় তোমার মূখটি ছাড়া

কিছুই দেখা যায়না।।

1) আমার হৃদয় একটা আয়না

এই আয়নায় তোমার মূখটি ছাড়া

কিছুই দেখা যায়না।।

2) ও ও ও ও...

1) আ আ আ...

2) ও ও ও ও...

1) আ আ আ..

Mohon-এর তোমায় দেখতে দেখতে আমি - লিরিক্স এবং কভার