F) ধীরে ধীরে, তোর স্বপ্নে, 
আমি কখন যে, জড়িয়ে গেলাম... 
M) ও.. ফিরে ফিরে, তোর গল্পে 
আমি কখন যে, ছড়িয়ে গেলাম.... 
F) তোর কথা ভেবে ভেবে দু চোখে রাত, 
হয় ভোর 
লেগে থাকে এ মনের শরীরে 
ভালো লাগা ঘোর 
M) যত দূরে যাবে এ পথ 
আমি ছায়া, হবো তোর.... 
F) যত দূরে যাবে এ পথ 
আমি ছায়া, হবো তোর.... 
আপলোড: মোহন 
F) মনে মনে তোকে মন দিয়েছি 
ক্ষণে ক্ষণে তোর পিছু নিয়েছি 
জানে আকাশ, জানে বাতাস, 
জানে শত প্রহর..... 
M) মনে মনে তোকে মন দিয়েছি 
ক্ষণে ক্ষণে তোর পিছু নিয়েছি 
জানে আকাশ, জানে বাতাস, 
জানে শত প্রহর..... 
F) তোর কথা ভেবে ভেবে দু চোখে 
রাত হয় ভোর 
লেগে থাকে এ মনের শরীরে 
ভালো লাগা ঘোর 
M) যত দূরে যাবে এ পথ 
আমি ছায়া হবো তোর.... 
F) ধীরে ধীরে, তোর স্বপ্নে, 
আমি কখন যে, জড়িয়ে গেলাম... 
M) ও.. ফিরে ফিরে, তোর গল্পে, 
আমি কখন যে, ছড়িয়ে গেলাম.... 
F) তোর কথা ভেবে ভেবে দু চোখে 
রাত হয় ভোর 
লেগে থাকে এ মনের শরীরে 
ভালো লাগা ঘোর 
M+F) যত দূরে যাবে এ পথ 
আমি ছায়া, হবো তোর.... 
যত দূরে যাবে এই পথ 
আমি ছায়া, হবো তোর....