menu-iconlogo
huatong
huatong
avatar

আমার সোনার ময়না পাখি

Momtaz Begumhuatong
nathalietuszewskihuatong
লিরিক্স
রেকর্ডিং
আমার,সোনার ময়না পাখি

কোন দেশেতে গেলা উইড়া রে....এ..

দিয়া মোরে ফাঁকি রে

আমার সোনার ময়না পাখি

সোনা বরণ পাখিরে আমার

কাজল বরণ আঁখি

দিবানিশি মন চায় ওরে.....এ..

বাইন্ধা তরে রাখি রে

আমার সোনার ময়না পাখি

দেহ দিছি, প্রাণরে দিছি

আর নাই কিছু বাকী

শত ফুলের বাসন দিয়ারে...এ..

অঙে দিছি মাখি রে

আমার.. সোনার ময়না পাখি ।

যাইবা যদি নিঠুর পাখি

ভাসাইয়া মোর আঁখি

এ জীবন যাবার কালে রে

ও পাখি রে......এ...

এ জীবন যাবার কালে রে......এ..

একবার যেন দেখি রে

আমার সোনার ময়না পাখি ।।

কোন দেশেতে গেলা উইড়া রে....এ

দিয়া মোরে ফাঁকি রে

আমার সোনার ময়না পাখি.

Momtaz Begum থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে