menu-iconlogo
huatong
huatong
momtaz-begum-na-jani-kon-oporadhe-cover-image

Na Jani Kon Oporadhe

Momtaz Begumhuatong
লিরিক্স
রেকর্ডিং
না জানি কোন অপরাধে দিলা এমন জীবন

আমারে পুড়াইতে তোমার এতো আয়োজন

আমারে ডুবাইতে তোমার এতো আয়োজন

ও আমারে ডুবাইতে তোমার এতো আয়োজন

না জানি কোন অপরাধে দিলা এমন জীবন

আমারে পুড়াইতে তোমার এতো আয়োজন

আমারে ডুবাইতে তোমার এতো আয়োজন

ও আমারে ডুবাইতে তোমার এতো আয়োজন

খবর নিলানা বিধি খবর নিলানা

আমি ছাড়া কেউ নাই আমার দুঃখের পরিজন

আমারে পুড়াইতে তোমার এতো আয়োজন

আমারে ডুবাইতে তোমার এতো আয়োজন

আমারে ডুবাইতে তোমার এতো আয়োজন

মায়া ঘেরা ভবের জালে আমায় কইরা বন্দি

জানিনা কি করছো উদ্দেশ

কিবা করছো ফন্দি কিবা করছো ফন্দি

মায়া ঘেরা ভবের জালে আমায় কইরা বন্দি

জানিনা কি করছো উদ্দেশ

কিবা করছো ফন্দি কিবা করছো ফন্দি

আমি ছাড়া কেউ নাই আমার দুঃখের পরিজন

আমারে পুড়াইতে তোমার এতো আয়োজন

আমারে ডুবাইতে তোমার এতো আয়োজন

ও আমারে ডুবাইতে তোমার এতো আয়োজন

Momtaz Begum থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে