ওগো আমার সুন্দর মানুষ 
একটা কথা শোন 
ওগো আমার সুন্দর মানুষ 
একটা কথা শোন 
ওগো আমার সুন্দর মানুষ 
একটা কথা শোন 
তুমি বিনা আমার যে নাই গতি কোন 
ওগো আমার সুন্দর মানুষ 
একটা কথা শোন 
     তুমি আমার জানের জান 
করোনা অভিমান 
ভালোবেসে দিতে পারি 
তোমায় আমি এই প্রান 
  তুমি আমার জানের জান 
করোনা অভিমান 
ভালোবেসে দিতে পারি 
তোমায় আমি এই প্রান 
দোহায় লাগে সুন্দর মানুষ একটা কথা মানো 
দোহায় লাগে সুন্দর মানুষ একটা কথা মানো 
তুমি বিনা আমার যে নাই গতি কোন 
ওগো আমার সুন্দর মানুষ 
একটা কথা শোন 
  follow me for new song 
uploaeded by  
  করোনা অবহেলা 
দিয়ওনা এতো জালা 
মরে গেলে বলো তোমায় কে পরাবে মালা 
  করোনা অবহেলা 
দিয়ওনা এতো জালা 
মরে গেলে বলো তোমায় কে পরাবে মালা 
এখন থেকে মিলনের ক্ষন শুধু তুমি গোন 
তুমি বিনা আমার যে নাই গতি কোন 
ওগো আমার সুন্দর মানুষ 
একটা কথা শোন 
ওগো আমার সুন্দর মানুষ 
একটা কথা শোন 
তুমি বিনা আমার যে নাই গতি কোন 
ওগো আমার সুন্দর মানুষ 
একটা কথা শোন