menu-iconlogo
huatong
huatong
avatar

অনেক স্বপ্ন ছিল তোমাকে নিয়ে

Monir Khanhuatong
লিরিক্স
রেকর্ডিং
অনেক স্বপ্ন ছিল তোমাকে নিয়ে

সেই তুমি চলে গেছ দুঃখ দিয়ে

তুমি হিনা মরভূমি আমার এ জীবন

এখন আমার কেউ নেই যে আপন

ভুলতে পেরেছো তুমি ভুলেনি এমন

অনেক স্বপ্ন ছিল তোমাকে নিয়ে

সেই তুমি চলে গেছ দুঃখ দিয়ে

পৃথিবী আধার হলো তোমারই কারণে

বেঁচে থেকে সুখ নেই সুখ বুঝি মরনে

ও পৃথিবী আধার হলো তোমারই কারণে

বেঁচে থেকে সুখ নেই সুখ বুঝি মরনে

তবু ও জানতে চাই আজ গো কেমন

এখন আমার কেউ নেই যে আপন

বলতে পেরেছো তুমি ভুলেনি এমন

এ জনমে নাইবা তোমাকে পেলাম

পর জনমে পাবো আশা রাখলাম

ও , এ জনমে নাইবা তোমাকে পেলাম

পর জনমে পাবো আশা রাখলাম

এভাবে মরতে চাই সুখের ওই মরণ

এখন আমার কেউ নেই যে আপন

ভুলতে পেরেছো তুমি ভুলেনি এ মন

অনেক স্বপ্ন ছিল তোমাকে নিয়ে

সেই তুমি চলে গেছ দুঃখ দিয়ে

তুমি হিনা মরুভূমি আমার এ জীবন

এখন আমার কেউ নেই যে আপন

ভুলতে পেরেছো তুমি ভুলেনি এ মন

অনেক স্বপ্ন ছিল তোমাকে নিয়ে

সেই তুমি চলে গেছ দুঃখ দিয়ে

Monir Khan থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে