menu-iconlogo
logo

নদীরে ও নদীরে তুই

logo
লিরিক্স
নদীরে ও নদীরে তুই একটু দয়া কর

ভাঙ্গিস না আর বাপের ভিটা বসত বাড়ি ঘর

নদীরে ও নদীরে তুই একটু দয়া কর

ভাঙ্গিস না আর বাপের ভিটা বসত বাড়ি ঘর

ভাঙ্গিস না আর বাপের ভিটা বসত বাড়ি ঘর

চাঁন্দের হাসি ছিল আমার সোনার সংসারে

সেই হাসি তুই কাইরা নিলি

ভাইঙ্গা বারে বারে

চাঁন্দের হাসি ছিল আমার সোনার সংসারে

সেই হাসি তুই কাইরা নিলি

ভাইঙ্গা বারে বারে

ও তুই এই তো ভাংলি গেলো বছর...

এই তো ভাংলি গেলো বছর ধান কাউনের চর

ভাঙ্গিস না আর বাপের ভিটা বসত বাড়ি ঘর

ভাঙ্গিস না আর বাপের ভিটা বসত বাড়ি ঘর

মরা কে আর মারবি কতো তোর কি মায়া নাই

শেষ সম্বল ভাইঙ্গা নিলে

কোখায় নিবো ঠাই

মরা কে আর মারবি কতো তোর কি মায়া নাই

শেষ সম্বল ভাইঙ্গা নিলে

কোখায় নিবো ঠাই

আমার মাথা গোজার জায়গা নাই আর

মাথা গোজার জায়গা নাই আর দুনিয়ার উপর

ভাঙ্গিস না আর বাপের ভিটা বসত বাড়ি ঘর

নদীরে ও নদীরে তুই একটু দয়া কর

ভাঙ্গিস না আর বাপের ভিটা বসত বাড়ি ঘর

ভাঙ্গিস না আর বাপের ভিটা বসত বাড়ি ঘর

নদীরে ও হো নদীরে

Monir Khan-এর নদীরে ও নদীরে তুই - লিরিক্স এবং কভার