গানঃ নিত্তি নিত্তি উদয় রে সূর্য
শিল্পীঃ মনির খান ও ঝুমা খন্দকার
সিনেমাঃ খাইরুন সুন্দরী
ছেলেঃ নিত্তি নিত্তি উদয় রে সূর্য
পুবালি আকাশে••••
আজ কেন উদয় গো সূর্য
এইনা নদীর ঘাটে রে
প্রাণ জুড়াইছে তোমায় দেইখা রে
ঘুরতে ঘুরতে আইলাম রে কন্যা
এই না পথও দিয়া•••
রুপ দেখিয়া হইলাম পাগল
তোমারও লাগিয়া রে,
প্রাণ জুড়াইছে তোমাই দেইখা রে
কোন গেরামে থাক গো কন্যা
কোথায় তোমার ঘর•••
কিবা নামটি মাতা-পিতার
কিবা নাম তোমারও রে
প্রাণ জুড়াইছে তোমায় দেইখারে
মেয়েঃ বংশীগঞ্জে থাকি আমি
মেরুর চড়ে ঘর•••
পিতার নামটি অজগর মাষ্টার
আমার নাম খাইরুন রে•••
মন ভইরাছে তোমায় দেইখা রে
কোন গেরামে থাকো নাগর
কোথায় তোমার ঘর•••
কিবা নামটি মাতা-পিতার
কিবা নাম তোমারও রে•••
মন ভইরাছে তোমায় দেইখা রে
ছেলেঃ দেওয়ান গঞ্জে থাকি আমি
বর খালিতে ঘর•••
পিতার নামটি আজিজ বেপারি
আমার নাম ফজল রে•••
প্রাণ জুড়াইছে তোমায় দেইখা রে
তুমি তো সুন্দরী কন্যা
সুন্দর তোমার হিয়া•••
এমন ও সুন্দরী পাইলে
আমি করতাম বিয়া রে•••
প্রাণ জুড়াইছে তোমায় দেইখা রে
মেয়েঃ কি কথা শুনাইলা নাগর
পাগলও বানাইলা•••
বিয়ার যদি ইচ্ছা থাকে
ঘটক দাও পাঠাইয়া রে•••
মন ভইরাছে তোমায় দেইখা রে
ওরে মন ভইরাছে তোমায় দেইখা রে