এখন রাত, লুকিয়ে ওই চাঁদ
একটি গোলাপ আর অঝোর বৃষ্টি চারিপাশ
এখন রাত, লুকিয়ে ওই চাঁদ
একটি গোলাপ আর অঝোর বৃষ্টি চারিপাশ
ঘুমহীন আকাশ জানে কি গোলাপের ভাঁজ?
ঘুমহীন আকাশ জানে কি গোলাপের সাজ?
না কি না জেনেই শুধু চোখ বুজে থাকা একটু রঙিন সময়ের উপহার?
রিমঝিম রিমঝিম বৃষ্টির ছন্দে
ছলছল চোখের দৃষ্টিতে
লাজুক লাজুক ঠোটের মন্ত্রে
খুন হয়ে যাই এক নিমেষেই
রিমঝিম রিমঝিম বৃষ্টির ছন্দে
ছলছল চোখের মায়া ভরা দৃষ্টিতে
লাজুক লাজুক ঠোটের মন্ত্রে
খুন হয়ে যাই এক নিমেষেই
নির্ঘুম এ রাত জানে কি গোলাপের ভাজ?
নির্ঘুম এ রাত জানে কি গোলাপের সাজ?
না কি না জেনেই শুধু চোখ বুজে থাকা খুব কাছাকাছি সময়ের উপহার?