menu-iconlogo
huatong
huatong
avatar

তুমি দুঃখ দিলা কষ্ট দিলাম মনতো দিলানা

Mousumi Debnathhuatong
লিরিক্স
রেকর্ডিং
তুমি দুঃখ দিলে কষ্ট দিলে মনতো দিলেনা

ভালবাসার নামে তুমি করলে ছলনা,,

তুমি দুঃখ দিলে কষ্ট দিলে মনতো দিলেনা

ভালবাসার নামে তুমি করলে ছলনা,,

কত ভালবাসি তোমায় সে তো বুঝলি না

কত ভালবাসি তোমায় সে তো বুঝলি না

আমার মনের মানুষ বন্ধু তুমি হইলে না

তুমি দুঃখ দিলে কষ্ট দিলে মনতো দিলেনা

ভালবাসার নামে তুমি করলে ছলনা,,

আশা ছিলো তোমায় নিয়ে সাজাবো জীবন

ভেঙ্গে দিলে তুমি আমার সুখেরই স্বপন,

আশা ছিলো তোমায় নিয়ে সাজাবো জীবন

ভেঙ্গে দিলে তুমি আমার সুখেরই স্বপন,

কাছে এসে ভালবেসে আদর দিলে না

কাছে এসে ভালবেসে আদর দিলে না

আমার মনের মানুষ বন্ধু তুমি হইলে না

তুমি দুঃখ দিলে কষ্ট দিলে মনতো দিলেনা

ভালবাসার নামে তুমি করলে ছলনা,,

তোমার লাগি সাজাইয়াছি ফুলের সজ্জা

না আসিয়া লোক সমাজে দিলে গো লজ্জা

আমি তোমার লাগি সাজাইয়াছি ফুলের সজ্জা

না আসিয়া লোক সমাজে দিলে গো লজ্জা

মনের আশা রইল মনে পূরণ হইল না,,

মনের আশা রইল মনে পূরণ হইল না,,

আমার মনের মানুষ বন্ধু তুমি হইলে না

তুমি দুঃখ দিলে কষ্ট দিলে মনতো দিলেনা

ভালবাসার নামে তুমি করলে ছলনা,,

কত ভালবাসি তোমায় সে তো বুঝলি না

কত ভালবাসি তোমায় সে তো বুঝলি না

আমার মনের মানুষ বন্ধু তুমি হইলে না

তুমি দুঃখ দিলে কষ্ট দিলে মনতো দিলেনা

ভালবাসার নামে তুমি করলে ছলনা,,

ভালবাসার নামে তুমি করলে ছলনা,,

ভালবাসার নামে তুমি করলে ছলনা,,

ভালবাসার নামে তুমি করলে ছলনা,,

Mousumi Debnath থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে