menu-iconlogo
huatong
huatong
লিরিক্স
রেকর্ডিং
১ম পার্ট ছেলে

২য় পার্ট মেয়ে

হো... কি হতো মনের কথা জানালে

কি রঙিন স্বপ্ন তুমি সাজালে

বল কেউ শুনতে পাবে না....

হো.... কেন যে দুষ্টু চোখে তাকালে..

এ বুকে কেন আগুন জ্বালালে।।

নেভালে সে তো নেবে না....

হো..কি হতো মনের কথা জানালে

কেন যে দুষ্টু চোখে তাকালে...

জীবনে এসেছে প্রথম ভালোবাসা

নিরবে কথাটি বলে চোখের ভাষা

কিছুটা বুঝেছি আমি ভাসা ভাসা

কিছুটা রয়েছে বাকি মনের আশা

ডাকি সুরে সুরে কেন থাকো দূরে

দূরে নয় আমি আছি মনজুড়ে

কথা দিয়ে বল ভুলে যাবেনা..

হো...কেন যে দুষ্টু চোখে তাকালে...

কি রঙিন স্বপ্ন তুমি সাজালে

নেভালে সে তো নেবে না....

হো..কি হতো মনের কথা জানালে

কেন যে দুষ্টু চোখে তাকালে...

হুম কি কথা বলে যে ভ্রমর ফুলের কানে

কেন নদী ছুটে চলে কিসের টানে

সে কথা জানাবো তোমায় কানে কানে

বোঝেও যদি না বোঝ প্রেমের মানে

এ যে ভালোবাসা জীবনের আশা

নিজেকে হারাতে কাছাকাছি আসা

কাছে এসে বল দুরে যাবেনা..

হো... কি হতো মনের কথা জানালে

কি রঙিন স্বপ্ন তুমি সাজালে

বল কেউ শুনতে পাবে না....

হো.... কেন যে দুষ্টু চোখে তাকালে..

এ বুকে কেন আগুন জ্বালালে..

নেভালে সে তো নেবে না....

হো..কি হতো মনের কথা জানালে

কেন যে দুষ্টু চোখে তাকালে...

আপনার পছন্দ হতে পারে