ও আমার জীবন সাথী
ও আমার জীবন সাথী
_____🌺🌺L💔R🌺🌺____
Upload_By_🇧🇩M.R-Hossain
এ জীবন যাও নিয়ে যাও
তুমি বিনা মরন ভালো
উপহার তাই দিয়ে যাও
ও আমার জীবন সাথী
এ জীবন যাও নিয়ে যাও
তুমি বিনা মরন ভালো
উপহার তাই দিয়ে যাও
ও আমার জীবন সাথী
🌺My Family💞🄻🅂🅿️ 💞 Id🌺_128738
মরে যাবে তোমার নূপুর
ঝরে যাবে প্রাণের মুকুল
তুমি ছিলে ছাঁয়ার মতন
মোর পাশে সকাল দুপুর
এতো কেনো দুঃখ
আমায় তুমি দিয়ে যাও
ও আমার জীবন সাথী
এ জীবন যাও নিয়ে যাও
তুমি বিনা মরন ভালো
উপহার তাই দিয়ে যাও
ও আমার জীবন সাথী
🌺Party🥀Room🥀
Room-I'd🌺_244005
Room-I'd🌺_1886
ঘুমিয়ে যাবো আমি
মরনের শীতল কুলে
নীরবে তোমায় ছেড়ে
ওপারে যাবো চলে
ঘরনির বুক হ'তে
আমায় বিদায় দিয়ে দাও
ও আমার জীবন সাথী
এ জীবন যাও নিয়ে যাও
তুমি বিনা মরন ভালো
উপহার তাই দিয়ে যাও
ও আমার জীবন সাথী
এ জীবন যাও নিয়ে যাও
তুমি বিনা মরন ভালো
উপহার তাই দিয়ে যাও
ও আমার জীবন সাথী
____Thanks💔Everyone____