menu-iconlogo
huatong
huatong
mr-hossain-almrt-valobeshe-gelam-sudhu-cover-image

ALMRT Valobeshe Gelam sudhu

M.r-Hossainhuatong
🇧🇩M.R-Hossain💔🄻🅂🅿️huatong
লিরিক্স
রেকর্ডিং
ভালোবেসে গেলাম শুধু

Upload_By_🇧🇩M.R.Hossain

ভালোবেসে গেলাম শুধু,

ভালোবাসা পেলাম না..

আশায় আশায় দিন যে গেল

আশা পুরুন হলনা...

ভালোবেসে গেলাম শুধু

ভালোবাসা পেলাম না

আশায় আশায় দিন যে গেল

আশা পুরুন হলনা।

Follow🥀Me🥀search🌺 M.R-Hossain

কারো আশার তরি হায়রে..

পায় খুজে কিনারা

নিরাশারী আধার আমার

করে শুধু ঈশারা।

কারো আশার মালাখানি

কন্ঠেতে শোভা পায়

আমার আশার ফুল গুলো সব

ঝরে ঝরে পরে যায়

কেন জানিনা আমি,কেন জানিনা..

ভালোবেসে গেলাম শুধু

ভালোবাসা পেলাম না...

আশায় আশায় দিন যে গেল

আশা পুরুন হলনা।

🌺My Family💞🄻🅂🅿️ 💞 Id🌺_128738

চোখের কাছে সুখের পাখি

খাচায় ধরা দিলনা

এত কথা বুঝে পাখি

মনের কথা বুঝলোনা।

আপন করে ভাবলাম যারে

সেতো দূরে সরে রয়

সেইনা ব্যাথার বিষে হৃদয়

তিলে তিলে হয়রে খয়,

এতদিনে বুঝলাম আমি

কেউ কারো নয়

ভালোবেসে গেলাম শুধু

ভালোবাসা পেলাম না

আশায় আশায় দিন যে গেল

আশা পুরুন হলনা।

ভালোবেসে গেলাম শুধু

ভালোবাসা পেলামনা

আশায় আশায় দিন যে গেল

আশা পুরুন হলনা

ভালোবেসে গেলাম শুধূ...

____Thanks💔Everyone____

M.r-Hossain থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে