menu-iconlogo
huatong
huatong
avatar

উড়াল পাখি | Ural pakhi

Muhinhuatong
লিরিক্স
রেকর্ডিং
আমার মনের ছোট্ট ঘরে

রাখি তারে আদর করে।

ভালবাসার শিকল দিলাম পাখির দুইটা পায়।

পাখি আমার উইড়া না যেন যায়..

পাখি আমায় ভুইলা না যেন যায়

পাখি আমায় ভুইলা না যেন যায়!

ও ও ও হুম ও

বন্ধুরে তুই মন কাড়িলি কাড়িলি অন্তর

তুই আমার জীবন বন্ধু বুকেরি ভিতর।

ও বন্ধুরে তুই মন কাড়িলি কাড়িলি অন্তর

তুই আমার জীবন বন্ধু বুকেরি ভিতর।

তুই বন্ধু উড়াল পাখি

তুই বন্ধু উড়াল পাখি

কোন দিন যেন দিবি ফাঁকি মনে লাগে ভয়।

পাখি আমার উইড়া না যেন যায়।

পাখি আমায় ভুইলা না যেন যায়।

আমার মনের ছোট্ট ঘরে

রাখি তারে আদর করে।

ভালবাসার ছিকল দিলাম পাখির দুইটা পায়।

পাখি আমার উইড়া না যেন যায়।

পাখি আমায় ভুইলা না যেন যায়।

পাখি আমায় ভুইলা না যেন যায়।

ও ও ও হুম ও

তোর চোখে চাইলে বন্ধু মনটা কেমন করে

চোখের আড়াল হইসনারে তুই যাবো আমি মরে

ও তোর চোখে চাইলে বন্ধু মনটা কেমন করে

চোখের আড়াল হইসনারে তুই যাবো আমি মরে

তুই বন্ধু উড়াল পাখি

তুই বন্ধু উড়াল পাখি

কোন দিন যেন দিবি ফাঁকি মনে লাগে ভয়।

তোরে ছাড়া বেঁচে থাকা দায়

থাকনারে তুই আমার কলিজায়।

আমার মনের ছোট্ট ঘরে

রাখি তারে আদর করে।

ভালবাসার ছিকল দিলাম পাখির দুইটা পায়।

পাখি আমার উইড়া না যেন যায়।

পাখি আমায় ভুইলা না যেন যায়।

পাখি আমায় ভুইলা না যেন যায়।

ও ও ও হুম ও

Muhin থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে

Muhin-এর উড়াল পাখি | Ural pakhi - লিরিক্স এবং কভার