উঠো গো, ভারত-লক্ষ্মী
উঠো আদি-জগত-জন-পূজ্যা
দুঃখ দৈন্য সব নাশি
করো দূরিত ভারত-লজ্জা
ছাড়ো গো ছাড়ো শোকশয্যা
করো সজ্জা
পুনঃ কমল-কনক-ধন-ধান্যে
জননী গো, লহো তুলে বক্ষে
সান্ত্বন-বাস দেহ তুলে চক্ষে
কাঁদিছে তব চরণতলে
ত্রিংশতি কোটি নরনারী গো
জননী গো, লহো তুলে বক্ষে
সান্ত্বন-বাস দেহ তুলে চক্ষে
কাঁদিছে তব চরণতলে
ত্রিংশতি কোটি নরনারী গো
কাণ্ডারী নাহিক কমলা
দুখলাঞ্ছিত ভারতবর্ষে
শঙ্কিত মোরা সব যাত্রী
নব হর্ষে
পুনঃ চলিবে তরণী শুভ লক্ষ্যে
জননী গো, লহো তুলে বক্ষে
সান্ত্বন-বাস দেহ তুলে চক্ষে
কাঁদিছে তব চরণতলে
ত্রিংশতি কোটি নরনারী গো
জননী গো, লহো তুলে বক্ষে
সান্ত্বন-বাস দেহ তুলে চক্ষে
কাঁদিছে তব চরণতলে
ত্রিংশতি কোটি নরনারী গো
ভারত-শ্মশান করো পূর্ণ
পুনঃ কোকিল-কূজিত কুঞ্জে
দ্বেষ-হিংসা করি চূর্ণ
করো পূরিত প্রেম-অলি-গুঞ্জে
দূরিত করি পাপ-পুঞ্জে
তপঃ-তুঞ্জে
পুনঃ বিমল করো ভারত পুণ্যে
জননী গো, লহো তুলে বক্ষে
সান্ত্বন-বাস দেহ তুলে চক্ষে
কাঁদিছে তব চরণতলে
ত্রিংশতি কোটি নরনারী গো
জননী গো, লহো তুলে বক্ষে
সান্ত্বন-বাস দেহ তুলে চক্ষে
কাঁদিছে তব চরণতলে
ত্রিংশতি কোটি নরনারী গো