menu-iconlogo
logo

Amar Aponar Cheye Apon Je Jon

logo
avatar
Nazrul Geetilogo
Arko💞𝕊𝓾𝓶𝓸𝓷'𝓼💞logo
অ্যাপে গান গাও
লিরিক্স
আমার আপনার চেয়ে আপন যে জন

খুঁজি তারে আমি আপনায়

আমার আপনার চেয়ে আপন যে জন

খুঁজি তারে আমি আপনায়

আমি শুনি যেন তার চরণের ধ্বনি

শুনি যেন তার চরণের ধ্বনি

আমার পিয়াসী বাসনায়

আমার আপনার চেয়ে আপন যে জন

খুঁজি তারে আমি আপনায়

....

আমারি মনের তৃষিত আকাশে

কাঁদে সে চাতক আকুল পিয়াসে

আমারি মনের তৃষিত আকাশে

কাঁদে সে চাতক আকুল পিয়াসে

কভু সে চকোর সুধা-চোর আসে

কভু সে চকোর সুধা-চোর আসে

নিশীথে স্বপনে জোছনায়

আমার আপনার চেয়ে আপন যে জন

খুঁজি তারে আমি আপনায়

...

আমার মনের পিয়াল তমালে

হেরি তারে স্নেহ-মেঘ-শ্যাম

আমার মনের পিয়াল তমালে

হেরি তারে স্নেহ-মেঘ-শ্যাম

অশনি আলোকে হেরি তারে থির

বিজুলী-উজল অভিরাম

.....

আমারি রচিত কাননে বসিয়া

পরানু পিয়ারে মালিকা রচিয়া

আমারি রচিত কাননে বসিয়া

পরানু পিয়ারে মালিকা রচিয়া

সে মালা সহসা দেখিনু জাগিয়া

সে মালা সহসা দেখিনু জাগিয়া

আপনারি গলে দোলে হায়

আমার আপনার চেয়ে আপন যে জন

খুঁজি তারে আমি আপনায়

আমি শুনি যেন তার চরণের ধ্বনি

শুনি যেন তার চরণের ধ্বনি

আমার পিয়াসী বাসনায়

আমার আপনার চেয়ে আপন যে জন

খুঁজি তারে আমি আপনায়