menu-iconlogo
logo

Ami Chirotore Dure

logo
লিরিক্স
আমি, চির তরে দূরে.. চলে যাব,

তবু আমারে.. দেবনা ভুলিতে

আমি, চির তরে দূরে.. চলে যাব,

তবু আমারে দেবনা ভুলিতে

আমি, চিরতরে দূরে চলে যাব,

তবু আমারে দেবনা ভুলিতে

আমি বাতাস হইয়া জরাইব কেশে,

আমি বাতাস হইয়া জরাইব কেশে,

বেণী যাবে যবে খুলিতে

তবু আমারে দেবনা ভুলিতে

আমি, চিরতরে দূরে চলে যাব,

তবু আমারে দেবনা ভুলিতে

তোমার সুরের নেশায় যখন

ঝিমাবে আকাশ কাঁদিবে পবন,

তোমার সুরের নেশায় যখন

ঝিমাবে আকাশ কাঁদিবে পবন,

রোদন হইয়া আসিব তখন

রোদন হইয়া আসিব তখন

তোমার বক্ষে দুলিতে

তবু আমারে দেবনা ভুলিতে

আমি, চিরতরে দূরে চলে যাব,

তবু আমারে দেবনা ভুলিতে

আসিবে তোমার পরমোৎসবে

কত প্রিয়জন কে জানে,...

মনে পড়ে যাবো কোন সে ভিখারি

পায়নি ভিক্ষা এখানে।

আসিবে তোমার পরমোৎসবে

কত প্রিয়জন কে জানে,...

মনে পড়ে যাবো কোন সে ভিখারি

পায়নি ভিক্ষা এখানে।

তোমার কুঞ্জ পথে যেতে হায়!...

চমকি থামিয়া যাবে বেদনায়,

তোমার কুঞ্জ পথে যেতে হায়!...

চমকি থামিয়া যাবে বেদনায়,

দেখিবে কে যেন মরে মিশে আছে

দেখিবে কে যেন মরে মিশে আছে

তোমার পথের ধুলিতে

তবু আমারে দেবনা ভুলিতে

আমি, চিরতরে দূরে চলে যাব,

তবু আমারে দেবনা ভুলিতে

আমি বাতাস হইয়া জরাইব কেশে,

বেণী যাবে যবে খুলিতে

তবু আমারে দেবনা ভুলিতে

আমি, চিরতরে দূরে চলে যাব,

তবু আমারে দেবনা ভুলিতে

Nazrul Geeti-এর Ami Chirotore Dure - লিরিক্স এবং কভার