menu-iconlogo
logo

Chand Herichhe

logo
avatar
Nazrul Geetilogo
Arko💞𝕊𝓾𝓶𝓸𝓷'𝓼💞logo
অ্যাপে গান গাও
লিরিক্স
চাঁদ হেরিছে চাঁদ-মুখ তার

সরসীর আরশিতে

চাঁদ হেরিছে চাঁদ-মুখ তার

সরসীর আরশিতে

ছুটে তরঙ্গ বাসনা-ভঙ্গ

ছুটে তরঙ্গ বাসনা-ভঙ্গ

সে অঙ্গ পরশিতে

চাঁদ হেরিছে চাঁদ-মুখ তার

সরসীর আরশিতে

হেরিছে রজনী-রজনী জাগিয়া

চকোর উতলা চাঁদের লাগিয়া

হেরিছে রজনী-রজনী জাগিয়া

চকোর উতলা চাঁদের লাগিয়া

কাঁহা পিউ কাঁহা ডাকিছে পাপিয়া

কুমুদীরে কাঁদাইতে

চাঁদ হেরিছে চাঁদ-মুখ তার

সরসীর আরশিতে

না জানি সজনী কত সে রজনী

কেঁদেছে চকোরী পাপিয়া

না জানি সজনী কত সে রজনী

কেঁদেছে চকোরী পাপিয়া

হেরেছে শশীরে সরস-মুকুরে

ভীরু ছায়া-তরু কাঁপিয়া

কেঁদেছে আকাশে চাঁদের ঘরণী

চির-বিরহিণী রোহিণী ভরণী

অবশ আকাশ বিবশা ধরণী

কাঁদানীয়া চাঁদিনীতে

চাঁদ হেরিছে চাঁদ-মুখ তার

সরসীর আরশিতে

চাঁদ হেরিছে চাঁদ-মুখ তার

সরসীর আরশিতে

ছুটে তরঙ্গ বাসনা-ভঙ্গ

সে অঙ্গ পরশিতে

চাঁদ হেরিছে চাঁদ-মুখ তার

সরসীর আরশিতে

চাঁদ হেরিছে চাঁদ-মুখ তার

সরসীর আরশিতে

Nazrul Geeti-এর Chand Herichhe - লিরিক্স এবং কভার