আ......আ......আ......আ......আ......
জনম জনম গেল আশা পথ চাহি
জনম জনম গেল আশা পথ চাহি
মরু মুসাফির চলি পার নাহি নাহি
জনম জনম গেল আশা পথ চাহি
বরষ পরে বরষ আসে যায় ফিরে
পিপাসা মিটায়ে কাঁদি নয়নের নীড়ে
বরষ পরে বরষ আসে যায় ফিরে
পিপাসা মিটায়ে কাঁদি নয়নের নীড়ে
জ্বালিয়ে আলেয়া শিখা নিরাশার মরীচিকা
জ্বালিয়ে আলেয়া শিখা নিরাশার মরীচিকা
ডাকে মরু কাননিকা
ডাকে মরু কাননিকা শত গীত গাহি
মরু মুসাফির চলি পার নাহি নাহি
জনম জনম গেল আশা পথ চাহি
এ মরু ছিল গো কবে সাগরেরও বারি
স্বপনে হেরি গো তারে আজও মরুচারী
এ মরু ছিল গো কবে সাগরেরও বারি
স্বপনে হেরি গো তারে আজও মরুচারী
সেই সে সাগরতলে যে তরী ডুবিল জলে
সেই সে সাগরতলে যে তরী ডুবিল জলে
সে তরী সাথীরে খুঁজি
সে তরী সাথীরে খুঁজি মরুপথ বাহি
মরু মুসাফির চলি পার নাহি নাহি
জনম জনম গেল
জনম জনম গেল
জনম জনম গেল আশা পথ চাহি