menu-iconlogo
logo

Jare Haat diye mala dite paro nai

logo
লিরিক্স
যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই

কেন মনে রাখো তারে

যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই

কেন মনে রাখো তারে

ভুলে যাও মোরে ভুলে যাও একেবারে।।

যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই

কেন মনে রাখো তারে

আমি গান গাহি আপনার সুখে

আমি গান গাহি আপনার সুখে

তুমি কেন এসে দাঁড়াও সম্মুখে

আলেয়ার মতো ডাকিও না আর

নিশীথ অন্ধকারে।।

ভুলে যাও মোরে ভুলে যাও একেবারে।।

যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই

কেন মনে রাখো তারে

দয়া করো

দয়া করো আর আমারে লইয়া

খেলো না... নিঠুর খেলা

শত কাঁদিলেও ফিরিবে না সেই

শুভ লগনের বেলা

প্রিয়... শুভ লগনের বেলা

aaaaaaaaaaaaaaaaaaa

আমি ফিরি পথে তাহে কার ক্ষতি....

aaaaaaaaaaaaaaaaaaaaa

আমি ফিরি পথে তাহে কার ক্ষতি

তব চোখে কেন সজল মিনতী

আমি কি ভুলেও কোন দিনও

এসে দাঁড়ায়েছি তব দ্বারে।।

ভুলে যাও মোরে ভুলে যাও একেবারে।।

যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই

কেন মনে রাখো তারে

ভুলে যাও মোরে ভুলে যাও একেবারে।।

যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই

কেন মনে রাখো তারে