menu-iconlogo
logo

Nach mayuri nach re

logo
লিরিক্স
Fallow By Rana. Id - 13307558757

নাচ ময়ূরী নাচ রে

রুমঝুমাঝুম নাচ রে

ঐ এলো আকাশ ছেয়ে

ও বর্ষা রানি সাজ রে

Fallow By Rana. Id - 13307558757

নাচ ময়ূরী নাচ রে

রুমঝুমাঝুম নাচ রে

ঐ এলো আকাশ ছেয়ে

ও বর্ষা রানি সাজ রে

Fallow By Rana. Id - 13307558757

উড়ল আচল মেঘ বিজরী

ঝিলমিলিয়ে হাসে ......

উড়ল আচল মেঘ বিজরী

ঝিলমিলিয়ে হাসে

বাজলো মাদল শোন ময়ূরী

সুর যেন তার ভাসে ......

আজ কেন এ সাজ কেন

চোখে কেন এ লাজ রে

নাচ ময়ূরী নাচ রে

রুমঝুমাঝুম নাচ রে

ঐ এলো আকাশ ছেয়ে

ও বর্ষা রানি সাজ রে

Fallow By Rana. Id - 13307558757

ঐতো বাতাস সেই সুরেতে

গুনগুনিয়ে যায়

তোর প্রানে আজ কোন ভাবনা

কুল খুজে না পায়

ঐতো বাতাস সেই সুরেতে

গুনগুনিয়ে যায়

তোর প্রানে আজ কোন ভাবনা

কুল খুজে না পায়

Fallow By Rana. Id - 13307558757

কার তরে ও মোন বিবাগী

কোন সে ব্যথা অন্তরে

কার তরে ও মোন বিবাগী

কোন সে ব্যথা অন্তরে

ফুল হয়ে যে উঠল ফুটে

গুল হয়ে কে যায় ঝরে ...।

কোন আলো যে হারাল

এই দিন হলো তাই সাজ রে

নাচ ময়ূরী নাচ রে

রুমঝুমাঝুম নাচ রে

ঐ এলো আকাশ ছেয়ে

ও বর্ষা রানি সাজ রে

Fallow By Rana. Id - 13307558757

নাচ ময়ূরী নাচ রে

রুমঝুমাঝুম নাচ রে

ঐ এলো আকাশ ছেয়ে

ও বর্ষা রানি সাজ রে

Fallow By Rana. Id - 13307558757

Thanks

Nazrul Geeti-এর Nach mayuri nach re - লিরিক্স এবং কভার