menu-iconlogo
logo

Shaon Raate Jodi

logo
লিরিক্স
শাওনো রাতে যদি

স্মরণে আসে মোরে

বাহিরে ঝড় বহে

নয়নে বারি ঝরে

শাওনো রাতে যদি

স্মরণে আসে মোরে

বাহিরে ঝড় বহে

নয়নে বারি ঝরে

শাওনো রাতে যদি

ভুলিও স্মৃতি মম

নিশিথ স্বপন সম

ভুলিও স্মৃতি মম

নিশিথ স্বপন সম

আঁচলের গাথা মালা

ফেলিও পথ পরে

বাহিরে ঝড় বহে

নয়নে বারি ঝরে

শাওনো রাতে যদি

ঝরিবে পূবালী বায়

গহন দূর বনে

ঝরিবে পূবালী বায়

গহন দূর বনে

রহিবে চাহি তুমি

একেলা বাতায়নে

বিরহী কুহু কেকা

গাহিবে নীপ শাঁখে

যমুনা নদী পাড়ে

শুনিবে কে যেন ডাকে

বিরহী কুহু কেকা

গাহিবে নীপ শাঁখে

যমুনা নদী পাড়ে

শুনিবে কে যেন ডাকে

বিজলী দ্বীপ শিখা

খুঁজিবে তোমায় প্রিয়া

দু’হাতে ঢেকো আঁখি

যদি গো জলে ভরে

বাহিরে ঝড় বহে

নয়নে বারি ঝরে

শাওনো রাতে যদি

স্মরণে আসে মোরে

বাহিরে ঝড় বহে

নয়নে বারি ঝরে, শাওনো রাতে যদি

Nazrul Geeti-এর Shaon Raate Jodi - লিরিক্স এবং কভার