menu-iconlogo
logo

Shukno Patar Nupur Paye

logo
লিরিক্স
শুকনো পাতার নূপুর পায়ে

নাচিছে ঘুর্ণিবায়

জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল

ঢেউ তুলে সে যায়

জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল

ঢেউ তুলে সে যায়

শুকনো পাতার নূপুর পায়ে

নাচিছে ঘুর্ণিবায়

জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল

ঢেউ তুলে সে যায়

জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল

ঢেউ তুলে সে যায়

দীঘির বুকে শতদল দলি

ঝরায়ে বকুল চাঁপার কলি

দীঘির বুকে শতদল দলি

ঝরায়ে বকুল চাঁপার কলি

চঞ্চল ঝরনার জল ছল ছলি

চঞ্চল ঝরনার জল ছল ছলি

মাঠের পথে সে ধায়

জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল

ঢেউ তুলে সে যায়

বন ফুল আভরণ খুলিয়া ফেলিয়া

আলুথালু এলোকেশ গগনে মেলিয়া

বন ফুল আভরণ খুলিয়া ফেলিয়া

আলুথালু এলোকেশ গগনে মেলিয়া

পাগলিনী নেচে যায় হেলিয়া দুলিয়া

ধূলি ধূসর কায়

জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল

ঢেউ তুলে সে যায়

জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল

ঢেউ তুলে সে যায়

ইরানি বালিকা যেন মরু চারিণী

পল্লীর প্রান্তর বনমনোহারিণী

ইরানি বালিকা যেন মরু চারিণী

পল্লীর প্রান্তর বনমনোহারিণী

ছুটে আসে সহসা গৈরিক বরণী

বালুকার উড়্নি গায়

জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল

ঢেউ তুলে সে যায়

জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল

ঢেউ তুলে সে যায়

শুকনো পাতার নূপুর পায়ে

নাচিছে ঘুর্ণিবায়

জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল

ঢেউ তুলে সে যায়

জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল

ঢেউ তুলে সে যায়

Nazrul Geeti-এর Shukno Patar Nupur Paye - লিরিক্স এবং কভার