"ও মন রমজানের ঐ রোজার শেষে"
কথা ও সুরঃ নজরুল ইসলাম
Uploaded BIPU ঈদ মোবারক SMW
ছেলেঃ ও মন রমজানের ঐ রোজার শেষে,এলো খুশির ঈদ,
তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন,আসমানী তাগিদ,
তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন,আসমানী তাগিদ,
ও মন রমজানের ঐ রোজার শেষে,এলো খুশির ঈদ।
Uploaded BIPU ঈদ মোবারক SMW
মেয়েঃ তোর সোনা-দানা বালা-খানা,সব রাহে লিল্লাহ,
তোর সোনা-দানা বালা-খানা,সব রাহে লিল্লাহ,
ছেলেঃ দে যাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিঁদ,
দে যাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিঁদ,
মেয়েঃ ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
Uploaded BIPU ঈদ মোবারক SMW
ছেলেঃ আজ পড়বি ঈদের নামাজ রে মন,সেই সে ঈদগাহে,
আজ পড়বি ঈদের নামাজ রে মন,সেই সে ঈদগাহে,
মেয়েঃ যে ময়দানে সব গাজী মুসলিম,হয়েছে শহীদ,
যে ময়দানে সব গাজী মুসলিম,হয়েছে শহীদ,
ছেলে+মেয়েঃ ও মন রমজানের ঐ রোজার শেষে,এলো খুশির ঈদ
Uploaded BIPU ঈদ মোবারক SMW
ছেলেঃ আজ ভুলে যা তোর দোস্ত-দুশমণ,
হাত মেলাও হাতে,
আজ ভুলে যা তোর দোস্ত-দুশমণ,
হাত মেলাও হাতে,
আ....আ...আ....
মেয়েঃ তোর প্রেম দিয়ে কর, বিশ্ব নিখিল ইসলামে মুরিদ,
তোর প্রেম দিয়ে কর, বিশ্ব নিখিল ইসলামে মুরিদ,
ছেলে+মেয়েঃ ও মন রমজানের ঐ রোজার শেষে,এলো খুশির ঈদ।
Uploaded BIPU ঈদ মোবারক SMW
মেয়েঃ ঢাল হৃদয়ে তোর তশ-তরীতে শিরনি তৌহিদের,
ঢাল হৃদয়ে তোর তশ-তরীতে শিরনি তৌহিদের,
ছেলেঃ তোর দাওয়াত কবুল করবে হযরত,হয় মনে উম্মীদ,
তোর দাওয়াত কবুল করবে হযরত,হয় মনে উম্মীদ,
মেয়েঃ ও মন রমজানের ঐ রোজার শেষে,এলো খুশির ঈদ
তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন,আসমানী তাগিদ,
ছেলে+মেয়েঃ ও মন রমজানের ঐ রোজার শেষে,এলো খুশির ঈদ,
ও মন রমজানের ঐ রোজার শেষে,এলো খুশির ঈদ,
ও মন রমজানের ঐ রোজার শেষে,এলো খুশির ঈদ
যবানিকা