menu-iconlogo
huatong
huatong
nemesis-tomar-kotha-shune-cover-image

Tomar Kotha Shune

Nemesishuatong
লিরিক্স
রেকর্ডিং
দেখি এক কালো মেঘ আমায় ঘিরে

থাকি যতসব যন্ত্রণার ভিড়ে

বিষণ্ণতা ছড়িয়ে যায়

আমার শিরায়

আমি থাকি

তোমার থেকে দূরে

দুঃস্বপ্ন দেখবো বলে তাই

থাকি জেগে

পালাবার চেষ্টা করি তাই

যাই ভেগে

বিষণ্ণতা ছড়িয়ে যায়

আমার শিরায়

আমি থাকি

তোমার থেকে দূরে

আমি আছি

তোমার কথা শুনে

আর কত বাধা পেরিয়ে

যাবো কত এগিয়ে

বসে থাকি এক কোণে

আমি থাকি

তোমার থেকে দূরে

আমি আছি

তোমার কথা শুনে

আমি থাকি (বিষণ্ণতা...)

তোমার থেকে দূরে (...ছড়িয়ে যায়)

আমি আছি (বিষণ্ণতা...)

তোমার কথা শুনে (...ছড়িয়ে যায়)

Nemesis থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে