menu-iconlogo
huatong
huatong
avatar

মাটির ও পিঞ্জিরার মাঝে বন্ধি

Nodihuatong
লিরিক্স
রেকর্ডিং
হৃদয়ে বাংলাদেশ

মাটির ও পিঞ্জরার মাঝে বন্দি হইয়ারে.

কাঁন্দে,হাসন রাজার মন মুনিয়ায়রে

হায়রে,কাঁন্দে হাসন রাজার মন মুনিয়ায়রে

মাটির ও পিঞ্জরার মাঝে বন্দি হইয়ারে..

কাঁন্দে,হাসন রাজার মন মুনিয়ায়রে

হায়রে,কাঁন্দে হাসন রাজার মন মুনিয়ায়রে..

হৃদয়ে বাংলাদেশ

BD Love Song BD

মায়ে বাপে বন্দি হইলা,খুশিরও মাঝারে..

মায়ে বাপে বন্দি হইলা,খুশির মাঝারে

লালে ধলায় হইলাম বন্দি

পিঞ্জরার ভিতরে রে..

কাঁন্দে,হাসন রাজার মন মুনিয়ায়রে..

কাঁন্দে,হাসন রাজার মন মুনিয়ায়রে..

হায়রে,কাঁন্দে হাসন রাজার মন মুনিয়ায়রে..

হৃদয়ে বাংলাদেশ

পিঞ্জরায় সামাইয়া ময়নায় ছটফট ছটফট করে.

পিঞ্জরায় সামাইয়া ময়নায় ছটফট ছটফট করে.

মজবুতও পিঞ্জিরা ময়নায়

ভাঙ্গিতে না পারে রে..

কাঁন্দে,হাসন রাজার মন মুনিয়ায়রে..

কাঁন্দে,হাসন রাজার মন মুনিয়ায়রে..

হায়রে,কাঁন্দে হাসন রাজার মন মুনিয়ায়রে

হৃদয়ে বাংলাদেশ

BD Love Song BD

উড়িয়া যাইব শুয়া পাখি পড়িয়া রইবো কায়া

উড়িয়া যাইব শুয়া পাখি পড়িয়া রইবো কায়া

কিসের দেশ,কিসের কেঁশ, কিসের মায়া দয়ারে..

কাঁন্দে,হাসন রাজার মন মুনিয়ায়রে..

কাঁন্দে,হাসন রাজার মন মুনিয়ায়রে

হায়রে,কাঁন্দে হাসন রাজার মন মুনিয়ায়রে.

হৃদয়ে বাংলাদেশ

Nodi থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে