সংগ্রহ Rownok Rony 114053
কাল সারা রাত আমি তোমায় মনে এঁকেছি।
কাল সারা রাত আমি তোমায় মনে এঁকেছি।
আর তুমি ছাড়া আমার জীবন
কাঁটবে ভেবে কাঁদেছি।
কাল সারা রাত আমি তোমায় মনে এঁকেছি।
সংগ্রহ Rownok Rony 114053
ব্যাথা দিয়ে ঢেকেছ আশা
দুখে সাজিয়েছ ভালবাসা।
ব্যাথা দিয়ে ঢেকেছ আশা
দুখে সাজিয়েছ ভালবাসা।
হৃদয় বীনার তার ছিড়েছ
দূরে সরে গিয়ে মোরে ভুলেছ।।
কাল সারা রাত আমি তোমায় মনে এঁকেছি
সংগ্রহ Rownok Rony 114053
শুরুতেই হয়েছে যা শেষ
রয়ে গেছে তবু তার রেশ।
শুরুতেই হয়েছে যা শেষ
রয়ে গেছে তবু তার রেশ।
মমতায় গড়েছিলে যে বাধন
কোন ভুলে ভেঙ্গে দিলে সে স্বপন।।
কাল সারা রাত আমি তোমায় মনে এঁকেছি।
কাল সারা রাত আমি তোমায় মনে এঁকেছি।
আর তুমি ছাড়া আমার জীবন
কাঁটবে ভেবে কাঁদেছি।
কাল সারা রাত আমি তোমায় মনে এঁকেছি।
সংগ্রহ Rownok Rony 114053