menu-iconlogo
logo

Jibon Khata | জীবন খাতা

logo
avatar
Pagol Hasanlogo
🌹KHOKA🏌BABO🌹🇲🌀🇲🎵🇸logo
অ্যাপে গান গাও
লিরিক্স
Song Name - Jibon Khata

Singer - Pagol Hasan

Lyric & Tune - Pagol Hasan

জীবন খাতায়

প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া,,,

হাইগো জীবন খাতায়

প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া

ছাড়িয়া যাইওনা বন্ধু

মায়া লাগাইয়া,

হাইগো ছাড়িয়া যাইওনা বন্ধু

মায়া লাগাইয়া,

ছাড়িয়া যাইওনা বন্ধু

মায়া লাগাইয়া,

ছাড়িয়া যাইওনা বন্ধু

মায়া লাগাইয়া।।

জীবন খাতায়

প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া

ছাড়িয়া যাইওনা বন্ধু

মায়া লাগাইয়া,

ছাড়িয়া যাইওনা বন্ধু

মায়া লাগাইয়া।।

জড়াইয়া মায়ারও ডুরে,

বান্ধিয়া পিরিতে মোরে,

খেলাইও না হৃদয়টা রে লইয়া।।

জড়াইয়া মায়ারও ডুরে,

বান্ধিয়া পিরিতে মোরে,

খেলাইও না হৃদয়টা রে লইয়া।।

হাতে ধইরা ছাইড়ো না হাত

সামনে আগাইয়া,,,,,

হাইগো হাতে ধইরা ছাইড়ো না হাত

সামনে আগাইয়া,

হাতে ধইরা ছাইড়ো না হাত

সামনে আগাইয়া,

ছাড়িয়া যাইওনা বন্ধু

মায়া লাগাইয়া,

জীবন খাতায়

প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া

ছাড়িয়া যাইওনা বন্ধু

মায়া লাগাইয়া।।

মিছা সুখে না হাসাইও,

দুঃখ দিয়া বুক ভাসাইও,

যাইওনা গো মনভোলা'রে থুইয়া।।

মিছা সুখে না হাসাইও,

দুঃখ দিয়া বুক ভাসাইও,

যাইওনা গো মনভোলা'রে থুইয়া।।

বেহায়া রে লাথি মাইরা

দিস না ভাগাইয়া,,,,,

ও তোর বেহায়া রে লাথি মাইরা

দিস না ভাগাইয়া,

বেহায়া রে লাথি মাইরা

দিস না ভাগাইয়া,

ছাড়িয়া যাইওনা বন্ধু

মায়া লাগাইয়া,

জীবন খাতায়

প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া

ছাড়িয়া যাইওনা বন্ধু

মায়া লাগাইয়া।।

কত ধনী গুণী মানী,

করতে পারো পাগলিনী,

মরছি তুমার প্রেমে পাগল হইয়া।।

কত ধনী গুণী মানী,

করতে পারো পাগলিনী,

মরছি তুমার প্রেমে পাগল হইয়া।।

প্রেমভাবে পাগল হাসানের

ভাব জাগাইয়া,,,,,

হায়গো প্রেমভাবে পাগল হাসানের

ভাব জাগাইয়া,

প্রেমভাবে পাগল হাসানের

ভাব জাগাইয়া,

ছাড়িয়া যাইওনা বন্ধু

মায়া লাগাইয়া,

জীবন খাতায়

প্রেম কলঙ্কের দাগে দাগাইয়া,,,,

ছাড়িয়া যাইওনা বন্ধু

মায়া লাগাইয়া,

হায়গো ছাড়িয়া যাইওনা বন্ধু

মায়া লাগাইয়া,

ছাড়িয়া যাইওনা বন্ধু

মায়া লাগাইয়া,

ছাড়িয়া যাইওনা বন্ধু

মায়া লাগাইয়া,

ছাড়িয়া যাইওনা বন্ধু

মায়া লাগাইয়া,

ছাড়িয়া যাইওনা বন্ধু

মায়া লাগাইয়া।।

Pagol Hasan-এর Jibon Khata | জীবন খাতা - লিরিক্স এবং কভার