menu-iconlogo
huatong
huatong
pankaj-udhas--cover-image

কত স্বপ্ন দেখেছি, কত ছবি এঁকেছি

Pankaj Udhashuatong
লিরিক্স
রেকর্ডিং
কত স্বপ্ন দেখেছি

কত ছবি একেছি

কত গান গেয়েছি

আমি তোমায় নিয়ে

কত স্বপ্ন দেখেছি

কত ছবি একেছি

কত গান গেয়েছি

আমি তোমায় নিয়ে

সবই তোমায় নিয়ে

সবই তোমায় নিয়ে

সবই তোমায় নিয়ে

সবই তোমায় নিয়ে

কত স্বপ্ন দেখেছি

কত ছবি একেছি

কত গান গেয়েছি

আমি তোমায় নিয়ে

সবই তোমায় নিয়ে

সবই তোমায় নিয়ে

সবই তোমায় নিয়ে

সবই তোমায় নিয়ে

তুমি আমার জীবনে ফোটা ফুল

ভালবেসে করেছ আকুল

তুমি আমার জীবনে ফোটা ফুল

ভালবেসে করেছ আকুল

কত পথ চলেছি

কত সুখে ভেসেছি

কত তরী বেয়েছি

আমি তোমায় নিয়ে

সবই তোমায় নিয়ে

সবই তোমায় নিয়ে

সবই তোমায় নিয়ে

সবই তোমায় নিয়ে

কত স্বপ্ন দেখেছি

কত ছবি একেছি

কত গান গেয়েছি

আমি তোমায় নিয়ে

শুধু তোমার ঐ হৃদয় ছায়ায়

অনুরাগে ভাবে ভাসায়

শুধু তোমার ঐ হৃদয় ছায়ায়

অনুরাগে ভাবে ভাসায়

কত কাছে এসেছি

কত চেয়ে থেকেছি

কত মগ্ন রয়েছি

আমি তোমায় নিয়ে

সবই তোমায় নিয়ে

সবই তোমায় নিয়ে

সবই তোমায় নিয়ে

সবই তোমায় নিয়ে

কত স্বপ্ন দেখেছি

কত ছবি একেছি

কত গান গেয়েছি

আমি তোমায় নিয়ে

তুমি আমার বুকের ঝর্ণা হয়ে

সব ব্যাথা দিয়েছ ধুয়ে

তুমি আমার বুকের ঝর্ণা হয়ে

সব ব্যাথা দিয়েছ ধুয়ে

কত ভুল করেছি

কত দুঃখ সয়েছি

কত মালা গেথেছি

আমি তোমায় নিয়ে

সবই তোমায় নিয়ে

সবই তোমায় নিয়ে

সবই তোমায় নিয়ে

সবই তোমায় নিয়ে

কত স্বপ্ন দেখেছি

কত ছবি একেছি

কত গান গেয়েছি

আমি তোমায় নিয়ে

সবই তোমায় নিয়ে

সবই তোমায় নিয়ে

সবই তোমায় নিয়ে

সবই তোমায় নিয়ে

সবই তোমায় নিয়ে

সবই তোমায় নিয়ে

Pankaj Udhas থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে