Follow ONKGUR
কি করে বলব তোমায় আসলে মন কি যে চায়,
কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকেই।
কি করে বলব তোমায় কেনো এ মন হাত বাড়ায়,
আবারো হারিয়ে সে যায় তোমার থেকেই।
তুমি জানতে পারোনি, কতো গল্প পুড়ে যায়,
তুমি চিনতে পারোনি আমাকে হায়।
কি করে বলব তোমায় আসলে মন কি যে চায়,
কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকেই।
পথ ভুলে গেছি চলে দূরের কুয়াশায়,
তবু আমার ফিরে আসার সত্যিই নেই উপায়,
তুমি আমার জিতের বাজি তুমি আমার হার।
কি করে বলব তোমায় আসলে মন কি যে চায়,
কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকেই।
যদি বলি চোরাগলি মনের যায় কোথায়
আসবে কি ? রাখবে কি ? তোমার ওঠা পড়ায়,
তুমিই আমার জ্বালিয়ে নেওয়া কোনো শুকতারা।
কি করে বলব তোমায় আসলে মন কি যে চায়,
কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকেই।
তুমি জানতে পারোনি কতো গল্প পুড়ে যায়,
তুমি চিনতে পারোনি আমাকে হায়।
কি করে বলব তোমায় আসলে মন কি যে চায়,
কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকেই।
ধন্যবাদ