menu-iconlogo
logo

Onubhuti

logo
avatar
Piran Khanlogo
𝙁𝙢𝙬✍.𝙍𝙄𝙎𝙃𝘼𝙏༻🇧🇩logo
অ্যাপে গান গাও
লিরিক্স
হুম...

হা...

দূরে দূরে কেন থাকো

পাশে এসে হাতটি ধরো

চোখে চোখ রেখে বলো, ভালোবাসো

ক্লাসের ফাঁকে, তোমায় দেখে

প্রথম প্রেমে পড়া

তোমায় দেখে ভালোলাগা

তোমায় ঘিরে সব চাওয়া

তুমি দূর থেকে কেনো হাসো?

আড়াল থেকে আমায় কাছে ডাকো।

কিছু মেঘ অগোচরে,

ঠিক বৃষ্টি নামার পরে

শীতল হাওয়া বইছে

যেন তোমায় দেখে।

আমি যাচ্ছি ডুবে ঘোরে,

কোনো রূপকথার দেশে

আর আঁকছি তোমায়

মনেরই ক্যানভাসে।

কোন মায়া, কোন সুরে

বেঁধেছো আমাকে

ছেড়ে যাবেনা কখনো

তোমারই চোখেতে

পৃথিবী খুঁজে পাই

হারিয়ে যাই তোমাতে যেনো

তোমার চোখের কাজল রেখায়

আমায় খুঁজে পাওয়ার

সেই দিন থেকে তোমায় ঘিরে

সবটুকু আমার চাওয়া

তুমি দূর থেকে কেনো হাসো

আড়াল থেকে আমায় কাছে ডাকো

কিছু মেঘ অগোচরে,

ঠিক বৃষ্টি নামার পরে

শীতল হাওয়া বইছে

যেন তোমায় দেখে।

আমি যাচ্ছি ডুবে ঘোরে,

কোনো রূপকথার দেশে

আর আঁকছি তোমায়

মনেরই ক্যানভাসে।