menu-iconlogo
huatong
huatong
লিরিক্স
রেকর্ডিং
ফুল সেজে ছিলে কাঁটাই

বুঝিনি এ অবুঝ কভু

আপন করে দিবে আঘাতই

ভাবিনি স্বপ্নেও কোনো

দিয়েছিলে কথা যা না ধর্ম মেনে সবই

বিবেক এ প্রশ্নে তোমায় কখনো তুলে তো নি

হারিয়েছো আমায় নিজ কাছে নিজেকে বহু

ভেঙেছেও আগে হৃদয়, তুমি তো রাখোইনি কিছু

আলো হয়ে ছিলে বাদলই

দেখেনি প্রেমে অন্ধ তবু

ভালোবাসার এ দিলে সাজাই

অথচ ক্ষতি করিনি কোনো

ছুটেছি পিছু না ভেবেই যে দিকই দেখিয়েছো

বাসনা তোমারই নামে খুনই করেছি না কত

করেছো খুবই আমায় নিজ চোখে নিজেকে নত

ভেঙেছে আগেও হৃদয়, হয় তো নি চূর্ণ এত

করেছো নিঃস্ব আমায় অসহায়ী বড়

দিয়েছো যে ব্যথাই, অমরই রয়েই ক্ষত

ঠকিয়েছো খুব আমায়, প্রতারণাই না কত

ঠকিয়েছো খুব আমায়, প্রতারণাই যত

হারিয়েছো খুব আমায়, করেছো পরাজিত

Popeye bangladesh থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে