menu-iconlogo
huatong
huatong
avatar

Fikir Theke

potahuatong
লিরিক্স
রেকর্ডিং
ফিকির ছেড়ে হলাম ফকির

ওরে কপ্নি করলাম সার

আবার বাবার পেটে মায়ের জন্ম দুধ খাবি তুই কার

বাবু কি শুনাইলি আব্বা

কলিতে পয়দা হয়েছে

বাবু কি শুনাইলি আব্বা

কলিতে পয়দা হয়েছে রে

কলিতে পয়দা হয়েছে

দিল দরিয়ার মাঝে রে ভাই একটা সর্প রয়েছে

দিল দরিয়ার মাঝে রে ভাই সর্প রয়েছে

আবার সর্পের মাথায় একটা ব্যাঙে নৃত্য করতেছে

বাবু কি শুনাইলি আব্বা

কলিতে পয়দা হয়েছে রে

কলিতে পয়দা হয়েছে

দিল দরিয়ার মাঝে রে ভাই একটা ডিম্ব রয়েছে

দিল দরিয়ার মাঝে রে ভাই ডিম্ব রয়েছে

আবার ডিমের ভিতর ছয়টা ছানা বসত করতেছে

বাবু কি শুনাইলি আব্বা

কলিতে পয়দা হয়েছে রে

কলিতে পয়দা হয়েছে

সকাল বেলা লও সম্মন্ধ দুপুর বেলাই বিয়ে

সকাল বেলা লও সম্মন্ধ দুপুর বেলাই বিয়ে

আবার সাঁঝের বেলাই বউটা এলো ছেলে কোলে নিয়ে

কলিতে পয়দা হয়েছে

বাবু কি শুনাইলি আব্বা

কলিতে পয়দা হয়েছে রে

কলিতে পয়দা হয়েছে

সাগরে জল নেই বাজারে মারে ঢেউ

সাগরে জল নেই বাজারে মারে ঢেউ

আবার বাবার যখন হয়নাই বিয়ে

বাপের যখন হয়নাই বিয়ে ছেলের কোলে বউ রে

কলিতে পয়দা হয়েছে

বাবু কি শুনাইলি আব্বা

কলিতে পয়দা হয়েছে

ফিকির থেকে হলাম ফকির, কপ্নি করলাম সার

আবার বাবার পেটে মায়ের জন্ম, দুধ খাবি তুই কার

বাবু কি শুনাইলি আব্বা

কলিতে পয়দা হয়েছে

বাবা কি শুনাইলি আব্বা

কলিতে পয়দা হয়েছে রে

কলিতে পয়দা হয়েছে

বাবু কি শুনাইলি আব্বা

কলিতে পয়দা হয়েছে রে

কলিতে পয়দা হয়েছে

বাবু কি শুনাইলি আব্বা

কলিতে পয়দা হয়েছে

pota থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে