menu-iconlogo
logo

Kichudin mone mone

logo
লিরিক্স
কিছুদিন মনে মনে

কিছুদিন মনে মনে ঘরের কোণে

কিছুদিন মনে মনে ঘরের কোণে

শ্যামের পিরিত রাখ গোপনে

কিছুদিন মনে মনে

কিছুদিন মনে মনে—

ইশারায় কইবি কথা গোঠে-মাঠে

ইশারায় কইবি কথা গোঠে-মাঠে

দেখিস যেন কেউ না জানে, কেউ না বোঝে, কেউ না শোনে

কিছুদিন মনে মনে

কিছুদিন মনে মনে ঘরের কোণে

কিছুদিন মনে মনে ঘরের কোণে

শ্যামের পিরিত রাখ গোপনে

কিছুদিন মনে মনে

————————————————————

শ্যামকে যখন পড়বে মনে

চাইবি কালো মেঘের পানে

ওরে শ্যামকে যখন পড়বে মনে

চাইবি কালো মেঘের পানে

ওরে শ্যামকে যখন পড়বে মনে

ও তুই চাইবি কালো মেঘের পানে

আর রান্নাশালে কাঁদবি বসে

ভিজে কাঠ দিয়ে উনুনে

কিছুদিন মনে মনে

কিছুদিন মনে মনে ঘরের কোণে

কিছুদিন মনে মনে ঘরের কোণে

শ্যামের পিরিত রাখ গোপনে

কিছুদিন মনে মনে

—————————————————————

শ্যাম-শায়রে নাইতে যাবি

গায়ের বসন ভিজবে কেনে

বলি শ্যাম-শায়রে নাইতে যাবি

তোর গায়ের বসন ভিজবে কেনে

ওরে শ্যাম-শায়রে নাইতে যাবি

ও তোর গায়ের বসন ভিজবে কেনে

শায়রে সাঁতার দিয়ে আসবি ফিরে

শায়রে সাঁতার দিয়ে আসবি ফিরে

গায়ের বসন ভিজবে কেনে

কিছুদিন মনে মনে

কিছুদিন মনে মনে ঘরের কোণে

কিছুদিন মনে মনে ঘরের কোণে

শ্যামের পিরিত রাখ গোপনে

কিছুদিন মনে মনে

কিছুদিন মনে মনে

কিছুদিন মনে মনে