menu-iconlogo
huatong
huatong
লিরিক্স
রেকর্ডিং
জেগে আছি ঘুম জড়ানো রাতে তোর

জেগে আছি স্বপ্ন হয়ে সাথে তোর

জেগে আছি ঘুম জড়ানো রাতে তোর

জেগে আছি স্বপ্ন হয়ে সাথে তোর

ইচ্ছে করে তোর শহরে থাকতে সন্ধ্যে-সকাল

ইচ্ছে করে জ্বালতে আলো, জ্বালাতে রঙমশাল

ইচ্ছে করে তোর শহরে থাকতে সন্ধ্যে-সকাল

ইচ্ছে করে জ্বালতে আলো, জ্বালাতে রঙমশাল

জেগে আছি ঘুম জড়ানো রাতে তোর

জেগে আছি স্বপ্ন হয়ে সাথে তোর

মনে মনে ফুটে আছি ফুল হয়ে

আনমনে করে ফেলা ভুল হয়ে

আদরে, আনমনে, মনের ফাগুনে

মনে মনে ফুটে আছি ফুল হয়ে

আনমনে করে ফেলা ভুল হয়ে

আদরে, আনমনে, মনের ফাগুনে

জেগে আছি ঘুম জড়ানো রাতে তোর

জেগে আছি স্বপ্ন হয়ে সাথে তোর

ইচ্ছে করে ভিজতে আমার, ভিজতে তোর বর্ষাতে

ইচ্ছে করে থাকতে আমার, থাকতে তোর ভরসাতে

জেগে আছি ঘুম জড়ানো রাতে তোর

জেগে আছি স্বপ্ন হয়ে সাথে তোর

চুপিচুপি জমে থাকে গল্প তোর

হতে হতে হয়ে আসে অল্প ভোর

আঁচলে, আবেশে, মনের আকাশে

চুপিচুপি জমে থাকে গল্প তোর

হতে হতে হয়ে আসে অল্প ভোর

আঁচলে, আবেশে, মনের আকাশে

জেগে আছি ঘুম জড়ানো রাতে তোর

জেগে আছি স্বপ্ন হয়ে সাথে তোর

জেগে আছি ঘুম জড়ানো রাতে তোর

জেগে আছি স্বপ্ন হয়ে সাথে তোর

Prasenjit Mallick/Dipanwita Chowdhury থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে